অটোচালকের হাতে আহত এক মহিলা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   অটোচালকের হাতে আহত এক মহিলা দ্বারস্থ হল শ্রমিক সংগঠনের নেতারা রাজু আলুওয়ালিয়া কাছে। ঘটনাটি ঘটে ছিল আসানসোল দক্ষিণ থানার দক্ষিণ পি পি অন্তর্গত কুমারপুর এলাকায়।

আরও পড়ুন -  Haryanvi Dance Video: মঞ্চ কাঁপালেন রচনা তিওয়ারি, ‘চাল শারাবি’র তালে, দর্শকরাও নাচলেন

অটো ভাড়াকে কেন্দ্র করে অটোচালক সঙ্গে 7 জন সহ সাথী মিলে মহিলার গায়ে হাত দেয়। এই বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে বলে জানান মহিলা। শ্রমকি নেতা রাজু আলুওয়ালিয়া জানান, সঠিক তদ্দন্ত করে সঠিক বিচার করবো। অটো চালকে খুঁজে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -  Dadagiri: সৌরভ-ডোনা, ‘দাদাগিরি’র গ্র্যান্ড ফিনালেতে নাচলেন