Chinese Dolls: চাইনিজ ডল কিনতে প্রতারিত, এক অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষক

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   চাইনিজ ডল কিনতে প্রতারিত এক অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষক। তিনি খুইয়েছেন মোট 37 লক্ষ টাকা। এই ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির নাম পবন দাস বলে জানা গিয়েছে।

আরও পড়ুন -  সীমান্ত সড়ক সংস্থা উত্তরাখান্ডে ২০টি গ্রামের সঙ্গে যোগাযোগের জন্য ৩ সপ্তাহের মধ্যে ১৮০ ফুট বেইলি ব্রিজ তৈরি করেছে

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে 2020 সালে রাজগঞ্জের বেলাকপার একটি প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এর সাথে পবন দাস নামে শিলিগুড়ির এক ব্যবসায়ীর সাথে পরিচয় হওয়ার পর 1 লক্ষ টাকা মূল্যের চাইনিজ ডল কিনবার জন্য কয়েক হাজার টাকা অগ্রিম প্রদান করেন তিনি। সেই চাইনিজ ডল তার বাড়িতে পৌঁছে দেবার পর পুরো টাকা পাঠিয়ে দেওয়া হবে এই কথা ঠিক হয়।

আরও পড়ুন -  Chief Justice of India: ৫০ তম প্রধান বিচারপতি পদে চন্দ্রচূড়ের শপথ

এরপর ওই ব্যবসায়ী নানাভাবে ব্ল্যাকমেইল করে 37 লক্ষ টাকা হাতিয়ে নেয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছ থেকে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করার পর জানতে পারে এই টাকা গুলি টান্সফার করা হয়েছে পবন দাস সহ আরো তিনজনের নামে। শুক্রবার দিন এক অভিযুক্ত পবন দাস কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন -  Child Theft: বাচ্চা চুরি, অভিযোগে এক যুবককে গণধোলাই