31 C
Kolkata
Tuesday, May 21, 2024

Train Accident: ময়নাগুড়ি রেল দুর্ঘটনায়, কোচবিহারের একই পরিবারের মৃত এক, আহত ৩ জন

Must Read

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ ময়নাগুড়ি:   অভাবের সংসারে পেটের দায়ে ভালো থাকবার জন্য দুই ছেলে আর বউকে নিয়ে কোচবিহার ছেড়ে পারি দেয় জয়পুর। সেখানে কোনোভাবে দিন মজুরি করে চলছিল সংসার। কিন্তূ করোনার তৃতীয় ঢেউ আসতেই কোচবিহারের নিজের বাড়িতে ফিরে আসবেন বলে স্থির করেন। আর ফেরার পথেই পরিজন হারা হলেন ওঁরাও পরিবার। বৃহস্পতিবার ঘটে গেলো সেই অভিশপ্ত বিকেল। আচমকাই ট্রেন যাত্রী অনুভব করলেন একটা বড় ঝাঁকুনি। তারপরেই সব শেষ। চোখের সামনেই দেখেছেন অনেকে নিজেদের পরিজনদের রক্তাক্ত দেহ। লাইন চ্যুত হয়ে উল্টে পড়ে গেল গুয়াহাটি বিকানির এক্সপ্রেস। সেখানেই মৃত্যু হয় মঙ্গল ওরাও এর। তাদের বাড়ি কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার সিঙ্গিমারি এলাকায়। জয়পুর থেকে ফেরার সময় সাথে ছিল মঙ্গল ওঁরাও এর স্ত্রী আর দুই ছেলে। বড় ছেলে মানিক ওঁরাও গুরুতর ভাবে আহত। বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। মৃত মঙ্গল ওঁরাও এর দাদা বুচন ওঁরাও বলেন, ” আমরা খবরে দেখে জানতে পারি এই দুর্ঘটনা হয়েছে। এরপরেই ছুটে আসি এখানে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এদের সন্ধান পায়।”

আরও পড়ুন -  IPL 2023: মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ে পৌঁছালেন, রাজার মতো সম্বর্ধনা পেলেন

Latest News

Bullet Train: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়!

বুলেট ট্রেন: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়! ভারতীয় রেলের উন্নতিতে নতুন অধ্যায়! দ্রুতগামী ট্রেনের মাধ্যমে যাত্রীদের সময় বাঁচাতে দীর্ঘদিন ধরে কাজ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img