Actress Rashmika Mandana: অভিনেত্রী রাশমিকা মন্দানার বৃহস্পতি এখন তুঙ্গে

Published By: Khabar India Online | Published On:

‘পুষ্পা’ সিনেমার সাফল্যে অভিনেত্রী রাশমিকা মন্দানার বৃহস্পতি এখন তুঙ্গে। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে এখনও গুছিয়ে ব্যবসা করছে। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি বলিউড-হলিউডকে টক্কর দিয়েছে অনায়াসে। আর এই সাফল্যের পরেই এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন ছবির নায়িকা রাশমিকা মন্দনা।

আরও পড়ুন -  ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস এন্ড রিপেজেনটিভ সংগঠন এর আগামী ২৬ শে নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটকে

‘পুষ্পা’-র জয়যাত্রা এখানেই শেষ নয়। পরিচালক সুকুমার সিক্যুয়েলের কথা ঘোষণা করেছেন আগেই। নাম ‘পুষ্পা: দ্য রুল’। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ছবিতে অভিনয়ের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন রাশমিকা।

আরও পড়ুন -  Indrani Haldar: নোংরা দৃষ্টি ছিল শরীর জুড়ে প্রযোজকের, বেঁচে যান ইন্দ্রানী

‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তিতে অভিনয়ের জন্য ২ কোটি টাকা পেয়েছিলেন অভিনেত্রী। বক্স অফিসে ছবির তুমুল সাফল্যের পর ৫০ শতাংশ পারিশ্রমিক বাড়িয়েছেন মন্দনা।

ছবিতে নায়ক অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা। তার চরিত্রের নাম শ্রীবল্লী। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে ‘পুষ্পা: দ্য রুল’-এর শ্যুট।

আরও পড়ুন -  শ্রীলো ভক্তি বেদান্ত স্বামী প্রভূপাদজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে, প্রধানমন্ত্রীর বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ