শিল্পাঞ্চল জুড়ে পালিত হল মকর সংক্রান্তি উৎসব

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   আজ শিল্পাঞ্চল জুড়ে পালিত হল মকর সংক্রান্তি উৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করে দামোদর নদীর তীরে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্নান করতে এবং মন্দিরে পূজা পাঠ।

আরও পড়ুন -  তৃণমূলে যোগদান করলেন, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ( Tanmoy Ghosh )

কিন্তু কোভিড এর সময়কাল থাকার কারণে এ বছর অন্য বছরের তুলনায় অনেকটাই ভিড় কম। মকর সংক্রান্তি কে কেন্দ্র করে নদীর ধারে বসেছে মেলা. মেলায় রয়েছে অনেক কিছু।

আরও পড়ুন -  Dilip Ghosh: বিজেপি প্রার্থী চৈতালি তেওয়ারি প্রচারে, দিলীপ ঘোষ আসানসোলে