Horoscope: সন্তোষী মা আশীর্বাদে শুভ যোগ রয়েছে এই রাশিগুলির, দেখুন নিজের রাশিফল

Published By: Khabar India Online | Published On:

আজ ১৪ই জানুয়ারি (২৯শে পৌষ) শুক্রবার, রাশিফল।

মেষ (ARIES): আজ আপনার বেশ সুখকর হতে পারে। কাজের জায়গায় বেশ নাম ডাক হতে পারে। মান মর্যাদা বৃদ্ধি হতে পারে। কাজের জন্য ভালো জায়গায় প্রতিষ্ঠা লাভ হতে পারে।

বৃষ (TAURUS): আজ আপনার বিদ্যুৎ থেকে কোনো বিপদ হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন। জল হাত দিয়ে বিদ্যুতের কোনো কাজ করবেননা। সাবধানে থাকুন।

মিথুন (GEMINI): আজ আপনার সন্তানের জন্য চিন্তায় থাকতে পারেন। কোনো বড় অসুখ হতে পারে। সন্তানের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। বেশি করে সময় দিন।

আরও পড়ুন -  Horoscope: আজ ২২শে সেপ্টেম্বর, রাশিফল দেখুন

কর্কট (CANCER): আজ আপনার অফিসের কাজে সাফল্য হওয়ার সম্ভাবনা আছে। অফিসের কাজে উঁচু পদে প্রমোশন হতে পারে। মন দিয়ে কাজ করুন। দিনটি বেশ ভালোই কাটবে।

সিংহ (LEO): আজ আপনি শারীরিক ভাবে কষ্ট পেতে পারেন। জ্বর সর্দি কাশি হলে ভালো জায়গায় চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হবেন। ভেঙে পড়বেননা।

কন্যা (VIRGO): আজ আপনি কোনো কাজে একাধিকবার ব্যর্থ হলে ভেঙে না পড়ে মনে আশা রাখুন। আজকের দিনটি আপনার জন্য শুভ। মন দিয়ে নিজের কাজ করুন।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৭ শে নভেম্বর, রাশিফল দেখুন

তুলা (LIBRA): আজ আপনি অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন। ভাই-ভাই দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে এড়িয়ে চলুন।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনার দিনটি বেশ সুখকর হবে। নতুন অফিসে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভালো চাকরিতে অন্য জায়গায় বদলি হতে পারে। মন দিয়ে কাজ করুন।

ধনু (SAGITTARIUS): আজ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেননা। মাথা ঠান্ডা রাখুন।

আরও পড়ুন -  Daily Horoscope: আজ ৭ই জানুয়ারি (২২শে পৌষ) শুক্রবার রাশিফল দেখুন

মকর (CAPRICORN): আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার মা বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে পারেন। সন্তানদের সামলে রাখুন। পরিবারের সকল সদস্যদের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা সুখকর নয়।

মীন (PISCES): আজ আপনি অনেক দিনের ঋণের থেকে মুক্তি পাবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। দেখে শুনে কাজ করুন। আজ আপনার দিনটি বেশ ভালো।