Brazil Landslide: ৭ পর্যটক নিহত, ব্রাজিলে পাহাড় ধসে

Published By: Khabar India Online | Published On:

ব্রাজিলের একটি হ্রদের ধারে থাকা পাহাড়ের একাংশ ধসে অবকাশযাপনের নৌকার ওপর পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় আরও তিনজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে পাহাড়ধসের ওই ঘটনায় অন্তত ৩২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন -  Ration Card: রেশন কার্ডে পরিবারের নতুন সদস্যের নাম যুক্ত করুন সহজেই, ঘরে বসে মাত্র ৫ মিনিটে – বিস্তারিত গাইড

স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তারা লেফটেন্যান্ট পেদ্রো সাংবাদিকদের বলেন, মিনাস জিরাইস রাজ্যে স্থানীয় সময় গতকাল শনিবার বেলা ১১টায় এ দুর্ঘটনার আগে কয়েক দিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির কারণে পাহাড়ের খাদগুলো কিছুটা নরম হয়ে ধসে পড়ার ঝুঁকি বেড়ে যায়।

আরও পড়ুন -  এই সমস্ত ওয়েব সিরিজ অন্তরঙ্গ সিনে ভরপুর, পরিবারের সামনে চালাবেন না, দেখুন একা বন্ধ ঘরে

তিনি আরও বলেন, ধসে পড়া শিলাখণ্ড হ্রদে থাকা তিনটি নৌযানে আঘাত করে। আহত ৩২ জনের মধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি।

হেলিকপ্টার ও ডুবুরিরা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে ২০ জন নিখোঁজ হওয়ার কথা জানা গেছে।

আরও পড়ুন -  ১ থেকে ১১টি বিয়ে ! সম্পত্তি হাতিয়ে স্বামী বদল করতেন এই মডেল !