লটারি জিতে বিক্রেতাকে পুরস্কারের অর্ধেক দিলেন বৃদ্ধা, ভাইরাল ভিডিও

Published By: Khabar India Online | Published On:

লটারিতে পুরস্কারের টাকা দোকানের ক্যাশিয়ারের সঙ্গে ভাগ করলেন বৃদ্ধা। শনিবার সকাল থেকে ইনস্টাগ্রামে হঠাৎ করে ভাইরাল হয়েছে এমনই এক মিষ্টি ভিডিয়ো। আর সেই বৃদ্ধার মহিলার দেওয়া টাকা গ্রহণের পর কার্যত আপ্লুত দেখাল ওই ক্যাশিয়ারকে। ইনস্টাগ্রাম একজন ব্যবহারকারী হেইডি ফরেস্ট এই ভিডিয়োটি পোস্ট করেছেন। তিনি ক্যপাশানে জানান, বৃদ্ধা তাঁর ঠাকুমা। নাম মেরিয়ন ফরেস্ট। ‘অন্য ধাতুতে গড়া,’।

আরও পড়ুন -  Microsoft: রাশিয়ায় বন্ধ, মাইক্রোসফটের সার্ভিস

৮৬ বছর বয়সী বৃদ্ধা মেরিয়ন চলতি সপ্তাহের শুরুতে একটি দোকানে গিয়েছিলেন কিছু জিনিসপত্র কিনতে। সেখানকার ক্যাশিয়ার তাঁকে এই লটারির টিকিট কিনতে উৎসাহিত করেন। প্রথম পুরস্কার ছিল ৫ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় গিয়ে দাঁড়ায় পৌনে চার কোটি টাকা। আর ওই কর্মীর অনুরোধে মেরিয়ন একটি লটারি টিকিট কেনেন। সেই সঙ্গে তিনি এটাও বলেন, ‘ঠিক আছে নিলাম একটা। আর শোনো, আমি যদি জিতি তবে আমি তোমার কথাও ভুলব না!’

মেরিয়ন তাঁর কথা রাখলেন। যদিও প্রথম পুরস্কার পাননি। ৩০০ মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২২ হাজার টাকা জেতেন তিনি। আর সেই টাকার অর্ধেক ক্যাশিয়ারের সঙ্গে ভাগ করে নেন তিনি। সেই সঙ্গে তাঁকে বেলুন এবং ‘WALTER WON’ লেখা একটি খামও দেন।এ র পরের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না এক্কেবারেজ টিকিট বিক্রেতা। কারণ সেই খাম খুলে দেখে লটারির অর্ধেক টাকা। টাকার অঙ্ক যাই হোক তবু মারিয়ন নিজের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেননি । কথা রেখেছেন। বৃদ্ধার সেই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়াতে। আর তাঁর এই উদারতা এবং প্রতিশ্রুতিকে কুর্নিশ জানাচ্ছেন নেটনাগরিকরা।

আরও পড়ুন -  Video: আকাঙ্খা দুবেকে নিয়ে দেদার রোমান্স করলেন পবন সিং, ঘুম উড়িয়ে দেবে এই জুটির কেমিস্ট্রি