সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ খবর ইন্ডিয়া অনলাইন এর খবরের কারণে আবার খুলছে ময়নাগুড়ি প্রাণী স্বাস্থ্য কেন্দ্র।
গত বৃহস্পতিবার থেকে তালা বন্ধ অবস্থায় পড়ে আছে ময়নাগুড়ি ব্লক পশুদের চিকিৎসা কেন্দ্র। যার ফলে সাধারণ মানুষের দারুন হয়রানি পোহাতে হয়েছে। অনেকেই তাদের অসুস্থ গৃহপালিতদের সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্রে নিয়ে এসে চিকিৎসা করাতে পারছিলেন না।
এই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই , ব্লক স্বাস্থ্য আধিকারিক নিজে এসে ওই চিকিৎসাকেন্দ্রের তালা খুলে দেন। ব্লক স্বাস্থ্য আধিকারিক কোন্দা মুর্মু এই প্রসঙ্গে জানিয়েছেন, এক পশু চিকিৎসক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই দুদিন চিকিৎসা কেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। কিন্তু পরিষেবা দেওয়া চিকিৎসকদের প্রধান ধর্ম। সে কারণে যতদিন না ওই চিকিৎসক সুস্থ হচ্ছেন ততোদিন পর্যন্ত তিনি নিজে এই বিষয়টির উপর নজর দেবেন।