অবামেয়াং করোনায় আক্রান্ত

Published By: Khabar India Online | Published On:

করোনা ফুটবলেও হানা দিয়েছে। বিগত কয়েকদিনে অনেক ফুলবল তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। এবার আফ্রিকান নেশন্স কাপের প্রথম ম্যাচের আগে গ্যাবন দলে করোনা হানা দিয়েছে। দলের তারকা খেলোয়াড় পিয়েরে-এমেরিক অবামেয়াংসহ আরওে এক খেলোয়াড় মারিও লেমিনা ও সহকারী কোচ ইয়লা আনিসেট করোনা পজিটিভ হয়েছেন বলে জাতীয় দলের কোচ প্যাট্রিস নেভেউ নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -  প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, এবার আক্রান্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

নেভেউ আরও জানিয়েছেন, করোনা আক্রান্তদের পিসিআর পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে এবং তারা হোটেলে আইসোলেশনে আছেন।

অভিজ্ঞ স্ট্রাইকার অবামেয়াংকে গত মাসে আর্সেনালের অধিনায়কের পদ থেকে সড়িয়ে দেয়া হয়। অবামেয়াং করোনায় আক্রান্ত হওয়ার কারনে আগামী ১০ জানুয়ারি কমরোসের বিপক্ষে আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ-সি-এর প্রথম ম্যাচে খেলতে পারবেন না।

আরও পড়ুন -  অরিন্দম শীলের নতুন ছবি ‘মহানন্দা’

ক্যামেরুনে অনুষ্ঠিত এবারের আফ্রিকান নেশন্স কাপে গ্রুপ পর্বে গ্যাবনের প্রতিপক্ষ অন্য দলগুলো হলো ঘানা ও মরক্কো।

নেশন্স কাপকে সামনে রেখে গত রবিবার দুবাইয়ে বুরকিনা ফাসোর বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে গ্যাবন ৩-০ গোলে পরাজিত হয়েছে।

আরও পড়ুন -  West Bengal Winter: জাঁকিয়ে শীত কবে আসবে? শীতের আমেজ পাওয়া যাচ্ছে