Dadabhai Club: দাদাভাই ক্লাবের মাথায় আরো চারটি পালক যুক্ত হলো

Published By: Khabar India Online | Published On:

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ   জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের মাথায় আরো চারটি পালক যুক্ত হলো। দাদাভাই ক্লাবের দীর্ঘদিন থেকেই তাইকোন্ডো প্রশিক্ষণ শিবির হয়ে আসছে এখানে। এখানকার ছাত্র-ছাত্রীরা জেলা তথা রাজ্য এবং জাতীয় স্তরে বিভিন্ন সুনাম অর্জন করে।

আরও পড়ুন -  Sourav Ganguly: চাঞ্চল্যকর মন্তব্য করলেন সৌরভ গাঙ্গুলী, বিরাটের উদ্দেশ্যে

এবার তাদের নতুন পালক যোগ হলো। দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল হাফকিডো প্রতিযোগিতায় জলপাইগুড়ির দাদাভাই ক্লাবের পক্ষ থেকে চার জন খেলোয়াড় এতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে দুজন গোল্ড এবং দুজন সিলভার মেডেল হিসেবে বিজেতা হন। স্বাভাবিকভাবেই খুশি খেলোয়াড় থেকে শুরু করে প্রশিক্ষক পাপ্পু গুহ রায় ও অভিভাবকরা।

আরও পড়ুন -  Chief Minister Mamata Banerjee: তিনদিনের উত্তরবঙ্গ সফরে মালদায় এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়