Twenty Trees: বিনা অনুমতিতে উপড়ে ফেলা হলো কুড়িটি গাছ

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, সালানপুরঃ   সালানপুর থানার অন্তর্গত মাধায়চক গ্রামে রাস্তার পাশে ফাঁকা জায়গায় রাজেন্দ্র শর্মা নামক ব্যাক্তি বিনা অনুমতিতে প্রায় কুড়িটি তরতাজা গাছ জেপিসি মেশিনের দ্বারা মাটি থেকে শিকড় সমেত উপড়ে ফেললো।স্থানীয়দের দ্বারা খবর পেয়ে সালানপুর থানার পুলিশ এসে রাজেন্দ্র শর্মাকে আটক করেন।পরে গৌরান্ডি বিট অফিসার সুমন্ত দাস দল বল নিয়ে ঘটনাস্থলে এসে সেগুন,সোনাঝুড়ি,কাঁঠাল সহ বিভিন্ন প্রকৃতির গাছগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায়।
এপ্রসঙ্গে গাছ মালিক রাজেন্দ্র শর্মার সাথে কথা বললে তিনি জানান জায়গা আমার আর গাছগুলি আমারই লাগানো তবে কিসের অনুমতি।

আরও পড়ুন -  বাল্যবিবাহ নজরে পড়লেই প্রশাসনকে জানাতে হবে, কন্যাশ্রী মেয়েদের নিয়ে সচেতনতামূলক অভিযান ব্লক প্রশাসনের

তবে বিট অফিসার সুমন্ত দাস বলেন যারই জায়গা হোক বা যার লাগানো গাছহোক কিন্তু অনুমতি প্রয়োজন।আজ এই মাধায়চক রাস্তার পাশে থেকে সেগুন,কাঁঠাল,সোনাঝুড়ি সহ আরও অনেক ধরনের গাছ জেসিপি দ্বারা উপড়ে ফেলা ছিলো।সেইসব গাছগুলিকে বাজেয়াপ্ত করা হলো।এবং এই জায়গার ও গাছগুলির মালিকের বিরুদ্ধে নোটিশ করা হবে।

আরও পড়ুন -  Vaccine: ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও, শরীরে কমতে শুরু করছে অ্যান্টিবডি, দাবি করছে ICMR