Syndicate: নিশো-ফারিণের ‘সিন্ডিকেট’ শুরু

Published By: Khabar India Online | Published On:

নতুন বছরের দ্বিতীয় দিনেই শুরু হলো ‘সিন্ডিকেট’ ওয়েবের শুটিং। ক্রাইম থ্রিলার এ সিরিজে অভিনয় করছেন আফরান নিশো, তাসনিয়া ফারিণ। দুজনেই রবিবার থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন।

এরমধ্যে জানা গেলো, নতুন করে এই সিরিজে যুক্ত হয়েছেন নাজিফা তুষি। এমনটাই জানালেন নির্মাতা শিহাব শাহীন।

আরও পড়ুন -  Zimbabwe T20 Squad: জিম্বাবুয়ের দল ঘোষণা টি-টোয়েন্টিতে, বাংলাদেশের বিপক্ষে

তিনি বলেন, ‘সিন্ডিকেট’ সিরিজটিতে দুটি কেন্দ্রীয় নারী চরিত্র রয়েছে। একটি করছে ফারিণ অন্যটি তুষি। নিশো-ফারিণ শুটিং শুরু করেছে। তুষি কিছুদিনের মধ্যেই যোগ দেবে।

শিহাব শাহীন আরও বলেন, ‘সিন্ডিকেট’ শব্দটাই নেগেটিভ, যেটার পেছনে থাকে দুর্নীতি। এসব দুর্নীতি-ই এই গল্পে উঠে আসবে। এর বেশি এখন কিছু বলতে চাই না।’

আরও পড়ুন -  Nirab-Mithila: ট্রেলার প্রকাশ প্রথম সিনেমার জুটি, নিরব-মিথিলা

ঢাকা ছাড়াও বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। ওটিটি প্লাটফর্ম চরকির জন্য নির্মিত এ সিরিজে আরও অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খান, বড়দা মিঠু, এলিনা শাম্মী প্রমুখ।

আরও পড়ুন -  Asia Cup: শ্রীলঙ্কা-বাংলাদেশ, আজ বাঁচা-মরার লড়াই