UK: সংক্রমণে আবারও রেকর্ড যুক্তরাজ্যে

Published By: Khabar India Online | Published On:

যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণের আবারও নতুন করে রেকর্ড হয়েছে। একদিন আগের রেকর্ড ভেঙে আবারও নতুন রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হলো।

রবিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সরকারি পরিসংখ্যানে অনুযায়ী শনিবার যুক্তরাজ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫৭২ জনের। আগেরদিনের চেয়ে যা বেশি ২ হাজার ২৯৬ জন বেশি। শুক্রবার দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ছিলো ১ লাখ ৬০ হাজার ২৭৬ জন।

আরও পড়ুন -  "দ্রোপদী দ্য হরর নাইট" চলচিত্রের সাংবাদিক সম্মেলন

এছাড়াও যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনার কারণে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। মৃতের সংখ্যা অবশ্য আগের দিনের চেয়ে কমে এসেছে। আগের দিন প্রাণহানি হয়েছিলো ১৭৮ জনের।

আরও পড়ুন -  Lata Mangeshkar: স্তব্ধ কোকিলকণ্ঠ, প্রয়াত লতা মঙ্গেশকর

গোটা ইউরোপজুড়ে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়াতে শুরু করার পর গত ডিসেম্বর থেকেই সংক্রমণের হারে একের পর এক রেকর্ড হতে থাকে যুক্তরাজ্যে। একেবারে শেষ অবলম্বন হিসেবে নতুনভাবে কঠোর বিধি-নিষেধ চালু হতে পারে বলে জানিয়েছেন ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন -  করোনায় না অক্সিজেনে কিসে মৃত্যু, পরিস্কার করে বলুন, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জানতে চেয়ে টুইট করেছেন