মা হচ্ছেন কাজল

Published By: Khabar India Online | Published On:

দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। ভক্তদের নতুন বছরে সুখবর দিলেন তার স্বামী। গত কয়েক মাস ধরে অনুমান করা হয়েছিল অভিনেত্রী গর্ভবতী। তবে কাজল তা অস্বীকার বা নিশ্চিত করেননি।

নতুন বছর উপলক্ষে খুশির খবরটি নিশ্চিত করেছেন তার স্বামী গৌতম।

আরও পড়ুন -  মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষার্থীদের অনলাইন পঠনপাঠনে সহজলভ্য অ্যাপ "টিউটোপিয়া"

শনিবার (১ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে কাজলের একটি সুন্দর ছবি শেয়ার করে লিখেছেন, ‘তোমাকে ২০২২ সালে দেখছি’। ক্যাপশনের সঙ্গে একটি গর্ভবতী নারীর ইমোজিও জুড়ে দেন। যা দেখেই মূলত সবাই ধারণা করছেন কাজল মা হতে যাচ্ছেন।

আরও পড়ুন -  Hurricane Julia: হারিকেন জুলিয়ার আঘাতে নিহত অন্তত ২৮, মধ্য আমেরিকায়

জানা গেছে, শিগগিরিই এ দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

বছরের শেষ দিনে, কাজলও গৌতমের সাথে একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে দুজনকে চমৎকার দেখাচ্ছিলো। ছবিটি শেয়ার করে কাজল লিখেছেন, ‘সুতরাং, আমি পুরনো শেষের দিকে চোখ বন্ধ করে রেখেছি। নতুন শুরুতে আমার চোখ খুলবো। নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা জানান ভক্তদের।’

আরও পড়ুন -  আজ বিকেল ৪টে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আজ বিকেল ৪টে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কাজল ও গৌতম ২০২০ সালের অক্টোবরে মুম্বাইয়ে বিয়ে করেন। মহামারি করোনার বিধি নিষেধের কারণে বিয়েতে শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।