Vote Boycott Poster: আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের দামাগড়িয়াতে ভোট বয়কটের পোস্টার

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   ভোট আসে ভোট যায়, অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু বাস্তবে কোনো কাজই হয়না। আসানসোল পৌরনির্বাচন 22শে জানুয়ারী তার ঠিক আগে ভোট বয়কটের পোস্টার পড়লো এলাকায়। আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের দামাগড়িয়া এলাকায় পড়লো পোস্টার। দামাগড়িয়া এলাকার বাসিন্দারা বলেন, ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি মেলে কিন্তু কোনো কাজ হয়না। তাই রাস্তা ও পানীয় জলের সমস্যার কথা কে সামনে রেখে ভোট বয়কটের ডাক, সাথে পোস্টার। তবে এলাকাবাসীদের দাবি, সমস্যার সমাধান হলে তারা নিশ্চয় ভোট বয়কট তুলে তারা তাঁদের ভোট দেবেন।

আরও পড়ুন -  TV Serial: টিআরপি তালিকায় প্রথম স্থান কাল দখলে? পিছিয়ে গেল ‘গাঁটছড়া’ ও ‘মিঠাই