33 C
Kolkata
Saturday, May 18, 2024

Tesla: টেসলার ৬,৭৫,০০০ গাড়ি প্রত্যাহার, যুক্তরাষ্ট্র এবং চীন থেকে

Must Read

টেসলা যুক্তরাষ্ট্র এবং চীন থেকে ৬,৭৫,০০০ গাড়ি প্রত্যাহার করে নিয়েছে। দুইটি মডেলের গাড়ির ট্রাংক এবং সামনের হুড সম্পর্কিত সমস্যার কারণে এমন উদ্যোগ নেয় কোম্পানিটি।

যুক্তরাষ্ট্রে টেসলার ৪,৭৫,০০০ গাড়ি চিহ্নিত করার মাত্র কয়েক ঘন্টা পরই চীনের নিয়ন্ত্রকেরা শুক্রবার প্রায় ২,০০০০০ গাড়ি প্রত্যাহারের বিষয়টি ঘোষণা করে।

আরও পড়ুন -  প্রবাসী শ্রমিকদের স্বল্প মূল্যে নিজস্ব বাড়ি প্রদান করতে ইস্পাত ক্ষেত্রের অগ্রণী শিল্পপতিদের সরকারের অংশীদার হওয়ার আহ্বান জানালেন শ্রী ধর্মেন্দ্র প্রধান

যার ফলে জনপ্রিয় এই বৈদ্যুতিক গাড়িটির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

যুক্তরাষ্ট্রের এবং চীনের নিয়ন্ত্রকদের মতে, ট্রাংক এবং হুডের সমস্যাটি দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয়।

আরও পড়ুন -  রায়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের মৌন মিছিল

কর্তৃপক্ষ জানিয়েছে, মডেল থ্রি এর ট্রাংকটি বারবার খোলা এবং বন্ধ করা হলে তা পিছনে দেখার ক্যামেরার একটি তারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সূত্র- ভিওএ

Latest News

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img