সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ হাতির আক্রমণে মৃত্যু হল এক মহিলার। মালবাজার মহকুমার তারঘেরা জঙ্গল এলাকার ঘটনা। খবর পেয়ে বিকেলে জঙ্গল থেকে মৃত মহিলার দেহ উদ্ধার করে তারঘেরা বন দপ্তর এবং মালবাজার থানার পুলিশ। মৃত মহিলার নাম সুনিতা ওড়াও (৪০)। বাড়ি তারঘেরা এলাকায়। মৃত মহিলা ওদলাবাড়ি চাবাগানের শ্রমিক ছিলেন।
মৃতের ছেলে অনিত ওড়াও বলেন, আমার মা ওদলাবাড়ি চাবাগানের শ্রমিক। এদিন অন্যান্য মহিলাদের সাথে তারঘেরা জঙ্গল এলাকায় জ্বালানি সংগ্রহ করতে এসেছিলো। প্রায় ১০-১২ জন মহিলা এক সঙ্গে জঙ্গলে জ্বলানি সংগ্রহ করতে এসেছিলো। সেই সময় একটি হাতি আমার মাকে শুর দিয়ে ধরে ফেলে। এবং ঘটনা স্থলেই মেরে ফেলে। ওই সময় অন্যান্য মহিলারা ভয়ে পালিয়ে আসে। ওই মহিলাদের মুখ থেকে এই ঘটনা জানতে পেরে, বন দপ্তরকে জানাই৷ এরপর বন দপ্তর এবং আমরা গিয়ে দেখি জঙ্গলের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে মা।
তারঘারা বন দপ্তর সুত্রে জানা গেছে, যেহেতু জঙ্গলের মধ্যে মৃত্যু হয়েছে এই মহিলার তাই কোন ক্ষতিপুরন পাবে না মৃতের পরিবার। এদিন মৃতদেহ উদ্ধার করে মালবাজার থানায় নিয়ে যায় পুলিশ।