Arrested In Germany: জার্মানিতে গ্রেপ্তার, লুধিয়ানায় আদালতে বিস্ফোরণে অভিযুক্ত

Published By: Khabar India Online | Published On:

জার্মানি থেকে গ্রেপ্তার করা হয়েছে লুধিয়ানার একটি আদালতে বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত জসবিন্দর সিং মুলতানিকে। বুধবার ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

গত ২৩ ডিসেম্বর লুধিয়ানার আদালত ভবনের একটি বাথরুমে বিস্ফোরণ হয়। এতে নিহত হন একজন; আহত হন আরও পাঁচজন।

আরও পড়ুন -  Pakistan: জোড়া বিস্ফোরণে নিহত ১২, পাকিস্তানে পুলিশ দপ্তরে

ওই বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন এ জসবিন্দর সিং মুলতানি। তাকে পুলিশ জার্মানি থেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ তদন্ত করে জানতে পারে, এই বিস্ফোরণের মূল ছিলেন গগনদীপ সিং। পাঞ্জাব পুলিশের বরখাস্ত হওয়া এ কনস্টেবল বিস্ফোরণে মারা গেছেন।

আরও পড়ুন -  Anubrata Mondal: আগামী ৪ দিন সিবিআই হেফাজতেই থাকবেন, বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা কেষ্ট মন্ডল

তারপরই জসবিন্দরের জড়িয়ে থাকার কথা জানতে পারে পুলিশ। গোয়েন্দারা খবর পান, জসবিন্দর জার্মানিতে আছেন।

গ্রেপ্তার হওয়া জসবিন্দর সিং মুলতানি। ছবি: হিন্দুস্তান টাইমস

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, জসবিন্দর বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি নেতা। তিনি দিল্লি ও মুম্বাইতেও বিস্ফোরণ ঘটাতে চেয়েছিলেন। তিনি পাকিস্তান থেকে বিস্ফোরক পাঠাতেন।

আরও পড়ুন -  Anjali Arora: অবিশ্বাস্য কায়দায় “গুলাবি শাড়ি” গানে নাচ করলেন অঞ্জলি অরোরা, Viral Video দেখে নিন

৪৫ বছরের জসবিন্দর শিখ ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা গুরুপন্ত সিং পান্নুর কাছের নেতা। ২০১৯ সালে শিখ ফর জাস্টিস নিষিদ্ধ করা হয়।