Shiva Puja: ব্যবসায়ী সমিতির উদ্যোগে শিব পূজা

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা,২৮ ডিসেম্বরঃ   ইংরেজবাজার নিয়ন্ত্রিত বাজার ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে শিব পূজা উপলক্ষে নরনারায়ন সেবার আয়োজন।
সোমবার রাতে ঘটা করে পুজোর আয়োজন করা হয়।

বহু ভক্ত সেখানে উপস্থিত হয়ে শিব পূজায় অংশ নেন।

আরও পড়ুন -  উপরাষ্ট্রপতি তিন বছরের কার্যকালের বিবরণী বিষয়ে একটি বই প্রকাশ করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী

কাঁসর ঘন্টা বাজিয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে পূজা করা হয় মহাদেবের। বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয় শিবলিঙ্গ এবং তার বাহন নন্দীকে।
পূজা উপলক্ষে সোমবার আয়োজন করা হয় নরনারায়ন সেবার। উপস্থিত ছিলেন, ইংরেজ বাজার নিয়ন্ত্রিত বাজার ফল ব্যবসায়ী সমিতির সভাপতি জীবন সরকার, সহ-সভাপতি গৌতম সাহা, সম্পাদক নব সাহাসহ অন্যান্য ব্যবসায়ীরা।

আরও পড়ুন -  কোভিড-১৯ সণাক্তকরণে নিকাশি ও এয়ার সার্ভেলেন্স ব্যবস্থা সম্পর্কে উপ-রাষ্ট্রপতিকে অবহিত করলেন সিএসআইআর – এর ডিজি

পৌষের রাতে এলিন প্রায় সাত শতাধিক ভক্ত প্রসাদ গ্রহণ করেন।
সংগঠনের সহ সভাপতি গৌতম সাহা জানান, শিব পূজা উপলক্ষে নরনারায়ন সেবার আয়োজন করা হয়। গত ছয় মাস ধরে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তিনি প্রতি সোমবার ভোগের ব্যবস্থা করেন। এদিন ছিল তার শেষ সোমবার। তাই ঘটা করে নরনারায়ন সেবার আয়োজন করা হয়।

আরও পড়ুন -  Lakshmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নথি সংক্রান্ত নিয়মের কিছুটা সরলীকরণ করা হল