২১ জানুয়ারি পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর, কেমন দল করলো ফ্রাঞ্চাইজিগুলো

Published By: Khabar India Online | Published On:

আগামী ২১ জানুয়ারি পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। ঘরোয়া টুর্নামেন্টের জনপ্রিয় এই আসরকে কেন্দ্র করে সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় প্লেয়ার ড্রাফট। সেখান থেকে পছন্দের ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে ঢাকা, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সানরাইজার্স এবং খুলনা টাইগার্স ফ্রাঞ্চাইজিগুলো। দেশি-বিদেশি মিলিয়ে ৬টি দলই বেশ শক্ত স্কোয়াড তৈরি করেছেন।

ঢাকা

দেশি ক্রিকেটারঃ  মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান-উজ-জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান এবং এবাদত হোসেন।

বিদেশি ক্রিকেটার : মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান)।

আরও পড়ুন -  এই ৫ ব্যক্তিত্ব, টিম ইন্ডিয়ার কোচ হতে পারেন বলে মনে করা হচ্ছে, রবি শাস্ত্রীর জায়গায়

ফরচুন বরিশাল

দেশি ক্রিকেটারঃ  সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর।

বিদেশি ক্রিকেটারঃ  ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মুজিব-উর-রহমান (আফগানিস্তান), দানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ও নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা)।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দেশি ক্রিকেটারঃ মোস্তাফিজুর রহমান, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মোমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি এবং মেহেদী হাসান।

আরও পড়ুন -  আইপিএল 2023, ক্রিকেট প্রতিভাদের তাদের দক্ষতা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম

বিদেশি ক্রিকেটারঃ  কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), ওশেন থমাস (ওয়েস্ট ইন্ডিজ), ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড) ও সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

দেশি ক্রিকেটারঃ  শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি এবং নাঈম ইসলাম।

বিদেশি ক্রিকেটারঃ  চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ)  উইল জ্যাকস (ইংল্যান্ড)।

সিলেট সানরাইজার্স

দেশি ক্রিকেটারঃ  মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন, তাসকিন আহমেদ এবং শফিউল হায়াত হৃদয়।

আরও পড়ুন -  Durga Pujo: ছেলেদের ফ্যাশন, শারদীয় দুর্গোৎসবের আমেজ

বিদেশি ক্রিকেটেরঃ  রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), সিরাজ আহমেদ, (সংযুক্ত আরব আমিরাত), দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)।

খুলনা টাইগার্স

দেশি ক্রিকেটারঃ  মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলি অনিক, নাবিল সামাদ।

বিদেশি ক্রিকেটারঃ  সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ভানুকা রাজাপক্ষে (শ্রীলঙ্কা), নাভিন উল হক (আফগানিস্তান)।