Shoaib Akhtar: পাকিস্তানের প্রাক্তন গতিতারকা, শোয়েব আখতারের মায়ের মৃত্যু

Published By: Khabar India Online | Published On:

পাকিস্তানের প্রাক্তন গতিতারকা শোয়েব আখতারের মা মারা গেছেন। রবিবার ভোররাতে মা হারানোর দুঃসংবাদ জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব লিখেছেন, ‘আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।’

আরও পড়ুন -  Army Killed: ৮ সেনা নিহত সন্ত্রাসী হামলায়, পাকিস্তানে

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জি নিউজ’-এর তথ্যমতে, শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় শোয়েবের মা হামিদা আওয়ানকে। তবে সেখান থেকে আর ফেরানো যায়নি। শোয়েব আখতার জানিয়েছেন, আজ আসরের পরই ইসলামাবাদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -  Mumbai: জারি হল ১৪৪ ধারা, কোভিড আটকাতে, মুম্বইয়ে ৩০ শে ডিসেম্বর থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এবং অন্যতম বিধ্বংসী বোলার হিসেবে পরিচিত শোয়েব। আন্তজার্তিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটির মালিক এখনও তিনি। পাকিস্তানের এই স্পিডস্টার ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১ কিলোমিটার গতিতে বল করেছিলেন।

আরও পড়ুন -  ‘রাঙা বউ’- শ্রুতি দাস বিয়ে সেরে ফেললেন, চুপি চুপি!