Verandah: শান্তির সবুজ বারান্দা

Published By: Khabar India Online | Published On:

 একটু শান্তি খুঁজেন অনেকেই, মন চায় সবুজের ছোঁয়া পেতে। এই ব্যস্ত শহরে চাইলেই কি যখন-তখন সবুজেরে পাওয়া যায়? হ্যা, তবে যারা দিনের কিছুটা সময় কফির মগ হাতে শান্তির রঙ সবুজে সময় কাটাতে চান তারা নিজের বাড়িতে বারান্দাটাতেই গড়ে তুলতে পারেন সে রকম পরিবেশ। লাগাতে পারেন পছন্দের কিছু সবজু গাছ, লাগাতে পারেন সবজির চারাও।

আরও পড়ুন -  কুকীর্তি করলেন যুবতী, ৩ বৃদ্ধকে যৌনতার জালে ফাঁসিয়ে, ঘরের দরজা বন্ধ করে দেখবেন নতুন ওয়েব সিরিজটি

পাতাবাহার গাছ বারান্দার জন্য আদর্শ। সবচেয়ে ভালো ব্যাপার, ফুল গাছের মতো এই গাছের পিছনে খুব বেশি সময় ব্যয় করতে হয় না। লাগিয়ে নিতে পারেন ক্যাকটাস বা সাকুলেন্ট জাতীয় গাছও। অ্যালোভেরা গাছের উপকারিতা অনেক। তাই বারান্দায় অবশ্যই রাখুন একটি অ্যালোভেরা গাছ।

আরও পড়ুন -  Turkey: ঘানার ফুটবলারের লাশ উদ্ধার, তুরস্কের ধ্বংসস্তূপ থেকে

ধনেপাতা আর পুদিনাপাতার মতো গাছও বারান্দায় খুব ভালো হয়। বাজার থেকে চারা কিনে লাগিয়ে নিলে দেখবেন পুরনো গাছ থেকেই আবার নতুন চারা জন্মাচ্ছে। আর গোটা ধনে ঘণ্টা চারেক ভিজিয়ে রেখে মাটিতে ছড়িয়ে দিলেও তার থেকে নতুন চারা গজায়।

করলা, টমেটো, পুঁইশাক কাঁচামরিচও চাষ করতে পারেন। এগুলোর বীজ থেকেই আবার নতুন চারা গাছ তৈরি করতে পারবেন।

আরও পড়ুন -  ' শান্তি '

তবে একেকটি গাছের জন্য এক-এক ধরনের যত্নের প্রয়োজন। যেমন পতাবাহার গাছে দিনে একবার জল দিলেই চলে। আবার ক্যাকটাসের ক্ষেত্রে সপ্তাহে একবার জল দিতে হয়। ফল ও সবজির গাছে নিয়ম করে সারের ব্যবহারও গুরুত্বপূর্ণ।