শীতকালে সমস্যার মধ্যে র্যাশ বা ব্রণ হলো অন্যতম। নিয়মিত নারিকেল তেল আর দারুচিনির ব্যবহারে কমতে পারে। নারিকেল তেল আর দারুচিনি দুইয়েরই অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা ব্রণ কমাতে সহায়ক। চলুন জেনে নিই নারিকেল তেল আর দারুচিনির ফেসপ্যাক।
তৈরিতে লাগবেঃ
১ চা চামচ নারিকেল তেল ১ চা চামচ দারুচিনি গুঁড়ো
পদ্ধতিঃ
- দারুচিনি গুঁড়ো আর নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে পেস্টের মতো করে নিন।
- ব্রনের উপর লাগিয়ে আধঘণ্টা রেখে দিন।
- আধঘণ্টা পর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার করতে হবে।
- এছাড়াও নারিকেল তেল ত্বকের ক্ষতিকর ব্যাকটেরিয়া নষ্ট করে ত্বকে সংক্রমণ প্রতিরোধ করে। ত্বকে কোনরকম জ্বালাপোড়া ভাব হলেও তা কমাতে নারিকেল তেলের ব্যবহার যথেষ্ট কার্যকর। শুষ্ক ত্বকের পক্ষে নারকেল তেল ভালো।