Girlfriend: গর্বিত অঙ্কুশ, প্রেমিকাকে নিয়ে

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলাকে নিয়ে গর্ববোধ করছেন অঙ্কুশ।

অঙ্কুশ ও ঐন্দ্রিলা

সম্প্রতি ঐন্দ্রিলার সঙ্গে দুটি ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ।

ম্যাজিক থেকে লাভ ম্যারেজ, দুটি ছবিতে ঐন্দ্রিলার লুক এক্কেবারে আলাদা।

আরও পড়ুন -  Yash-Nusrat: যেমন কর্ম তেমন ফল, ধর্মের চাকা নিয়ে কাকে খোঁচা দিলেন নিখিল জৈন !

দুটি ছবির লুকে নিজেকে পুরো বদলে ফেলেছেন ঐন্দ্রিলা। অনেকটাই ওজন কমিয়ে ফেলেছেন নায়িকা।

তার এই ট্রান্সফরমেশনে অবাক অঙ্কুশ। ঐন্দ্রিলার দুটি ছবির লুক শেয়ার করে অঙ্কুশ লিখেছেন,‘আমি তোমাকে নিয়ে গর্বিত, তুমি অনেক দূর যাবে’।

আরও পড়ুন -  Iran: ইরান, ‘নৈতিকতা পুলিশ’ বিলুপ্ত করল

অঙ্কুশের পোস্টের কমেন্ট বক্সে ঐন্দ্রিলা লেখেন,‘তুমিই আমার অনুপ্রেরণা’।

অঙ্কুশ ও ঐন্দ্রিলা টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি।