Jersey Auctioned: রোনালদোর জার্সি নিলামে, অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্তদের সহায়তায়

Published By: Khabar India Online | Published On:

অগ্ন্যুৎপাতের কারণে স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জে সহস্রাধিক মানুষের জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় তিন হাজারের মতো বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত হয়।
অসংখ্য মানুষ এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। তাদের পাশে দাঁড়াতে দারুণ এক উদ্যোগ নিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

আরও পড়ুন -  Cristiano Ronaldo: ভয় পান সতীর্থরা, রোনালদোকে !

ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে ফান্ড জমা করার জন্য এবার নিজের জার্সি নিলামে তুলছেন ৩৬ বছর বয়সী এই পর্তুগিজ সুপারস্টার। পর্তুগাল জাতীয় দলের একটি জার্সিতে অটোগ্রাফ করে সেটিকে নিলামের জন্য দেন তিনি। তবে জার্সিটি ঠিক কোন ম্যাচের, সে সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন -  Soumitrisha Kundu: সৌমিতৃষা সরব আদৃতের সাথে সম্পর্কের গুঞ্জন নিয়ে

অটোগ্রাফ সম্বলিত জার্সির পাশাপাশি সকল ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রোনালদো লিখেছেন, ‘কোনো অগ্ন্যুৎপাতের শক্তি নেই যে লা পালমাকে হারিয়ে দেবে। এ সুন্দর দ্বীপের জন্য আমার পূর্ণ ভালোবাসা।’
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’ জানিয়েছে, সেখানকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজের জাতীয় দলের জার্সি নিলামে তুলতে যাচ্ছেন রোনালদো। জার্সিটির বিক্রিলব্ধ অর্থ সরাসরি লা পালমায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেয়া হবে।

আরও পড়ুন -  আল-নাসর চ্যাম্পিয়ন্স কাপে শেষ আটে

সংবাদপত্রটির দেয়া তথ্যমতে, আগামী ২৪ ডিসেম্বর শুক্রবার রোনালদোর জার্সির নিলাম অনুষ্ঠিত হবে। ভক্তরা নিলামে অংশ নিতে পারবেন।