I Am Indian: “আমি ভারতীয়”, জয়ের পর সাফ কথা ফিরহাদের

Published By: Khabar India Online | Published On:

 মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায়ের স্নেহধন্য প্রাক্তণ মেয়র ফিরহাদ হাকিম।

একে একে বহু ঘনিষ্টরায় তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন। ২১ এর নির্বাচনে কিছটা হলেও বিষন্নতায় ডুবে ছিলো ঘাসফুল। তবুও শেষমেশ ঘোর বদলে যায় “খেলা হবে”র ডাকে।

২০০ এর বেশি সিটে জয়লাভ করেছিলো করে তৃতীয় বারের জন্যে সরকার গড়লো তৃণমূল কংগ্রেস। এরপর পুনরায় নিজস্ব কায়দায় বঙ্গে আবার সবুজ সংকেত সজীব হয়েছে। কলকাতা পৌরসভার ভোটেও তৃণমূলের জয়জয়কার।

আরও পড়ুন -  ONGC: উঠবে প্রাকৃতিক সম্পদ, দ্বিতীয় ইউনিটের কাজ চলছে দ্রুত

শুধু সুসময়ে নয় দুঃসময়ে পাশে থাকলে তবেই বন্ধু এই প্রবাদ তো সত্য। তবে মমতা বন্দ্যােপাধ্যায়ের দুঃসময়ে পাশে থাকার হাতের সংখ্যা গুণে বলা যাবে আর সেই গুনতিতে যারা নাম প্রথমেই উঠে আসবে তিনি হলেন কলকাতার প্রাক্তণ মেয়র ববী হাকিম তথা ফিরহাদ হাকিম৷

আরও পড়ুন -  Christmas Weather: গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, আবহাওয়া বড়দিনে কেমন থাকবে? হাওয়া অফিস আপডেট

রাজ্য রাজনীতিতে বিরোধী বিজেপী দল ফিরহাদকে মুসলিম হওয়ার কারণে বারবার অপমানিত করেছে। তবে পৌর সভার ভোটে ৮২ নং ওয়ার্ডে জয় লাভ করেই ফিরহাদ হাকিম জানিয়েছেন এতে তাঁর ভীষণ কষ্ট হয়। শুধু মাত্র মুসলিম বলে তাকে নিজের দেশ তথা ভারতবর্ষের সন্তান হিসেবে ভারত মাতার প্রতি ভালোবাসার পরীক্ষা দিতে হবে এটা তিনি কল্পনাও করতে পারেন না।

আরও পড়ুন -  Iran: মারধরে তরুণীর মৃত্যু, হিজাব না পরায়

আজ জয়ের পর সাফ কথা ফিরহাদের। আমি ভারতবাসী আমি ভারতীয়।