32 C
Kolkata
Sunday, May 12, 2024

I Am Indian: “আমি ভারতীয়”, জয়ের পর সাফ কথা ফিরহাদের

Must Read

 মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায়ের স্নেহধন্য প্রাক্তণ মেয়র ফিরহাদ হাকিম।

একে একে বহু ঘনিষ্টরায় তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন। ২১ এর নির্বাচনে কিছটা হলেও বিষন্নতায় ডুবে ছিলো ঘাসফুল। তবুও শেষমেশ ঘোর বদলে যায় “খেলা হবে”র ডাকে।

২০০ এর বেশি সিটে জয়লাভ করেছিলো করে তৃতীয় বারের জন্যে সরকার গড়লো তৃণমূল কংগ্রেস। এরপর পুনরায় নিজস্ব কায়দায় বঙ্গে আবার সবুজ সংকেত সজীব হয়েছে। কলকাতা পৌরসভার ভোটেও তৃণমূলের জয়জয়কার।

আরও পড়ুন -  জলে ডুবে মৃত্যু হল ১২ বছরের এক পুড়ুয়ার

শুধু সুসময়ে নয় দুঃসময়ে পাশে থাকলে তবেই বন্ধু এই প্রবাদ তো সত্য। তবে মমতা বন্দ্যােপাধ্যায়ের দুঃসময়ে পাশে থাকার হাতের সংখ্যা গুণে বলা যাবে আর সেই গুনতিতে যারা নাম প্রথমেই উঠে আসবে তিনি হলেন কলকাতার প্রাক্তণ মেয়র ববী হাকিম তথা ফিরহাদ হাকিম৷

আরও পড়ুন -  রাষ্ট্রপতি সেনা হাসপাতালে বিজয় দিবস উপলক্ষ্যে অর্থ প্রদান করলেন

রাজ্য রাজনীতিতে বিরোধী বিজেপী দল ফিরহাদকে মুসলিম হওয়ার কারণে বারবার অপমানিত করেছে। তবে পৌর সভার ভোটে ৮২ নং ওয়ার্ডে জয় লাভ করেই ফিরহাদ হাকিম জানিয়েছেন এতে তাঁর ভীষণ কষ্ট হয়। শুধু মাত্র মুসলিম বলে তাকে নিজের দেশ তথা ভারতবর্ষের সন্তান হিসেবে ভারত মাতার প্রতি ভালোবাসার পরীক্ষা দিতে হবে এটা তিনি কল্পনাও করতে পারেন না।

আরও পড়ুন -  Dilip Ghosh: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তৃণমূল নেতারা খুন হচ্ছেন, আইনশৃঙ্খলা বলে কিছু নেইঃ দিলীপ ঘোষ

আজ জয়ের পর সাফ কথা ফিরহাদের। আমি ভারতবাসী আমি ভারতীয়।

Latest News

Gold Price Today: আজ রবিবার কলকাতায় সোনার দাম কি? একটু কি কমেছে? চলুন দেখি কি রয়েছে

Gold Price Today: আজ রবিবার কলকাতায় সোনার দাম কি? একটু কি কমেছে? চলুন দেখি কি রয়েছে। ভারতীয় সংস্কৃতিতে সোনার ব্যবহার। ভারতীয়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img