দেশ জুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৩৭ কোটি ৬৭ লক্ষ টিকা দেওয়া হয়েছে।
ভারতে নতুন করে গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৬৩ জন।
বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৮.৩৯ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বোচ্চ।
গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন ৮ হাজার ৭৭ জন।
সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৪১ লক্ষ ৮৭ হাজার ১৭ জন।
মোট সংক্রমিতের ১ শতাংশের কম, মাত্র ০.২৪ শতাংশ এখন চিকিৎসাধীন। ২০২০র মার্চের পর এই হার সর্বনিম্ন।
ভারতে চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৮২ হাজার ২৬৭ জন, যা ৫৭২ দিনে সর্বনিম্ন।
দৈনিক সংক্রমিতের হার গত ৭৭ দিন ধরে ২ শতাংশের কম, আজ এই হার ০.৭৫ শতাংশ।
সাপ্তাহিক সংক্রমিতের হার ৩৬ দিন ধরে ১ শতাংশের নীচে রয়েছে, বর্তমানে ০.৬০ শতাংশ।
মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ কোটি ৫১ লক্ষ। সূত্রঃ পিআইবি।