Bajrangi Vaijaan: ‘বজরঙ্গি ভাইজান’ এর সিক্যুয়াল আসছে

Published By: Khabar India Online | Published On:

অভিনেতা সলমন খানের অন্যতম সেরা ছবি ধরা হয় ‘বজরঙ্গি ভাইজান’কে, যেটি মুক্তি পেয়েছিলো ছয় বছর আগে অর্থাৎ ২০১৫ সালে। বক্স অফিস থেকে শুরু করে দর্শকমহলে দারুণ প্রশংসিত হয় সিনেমাটি। এবার সিনেমাটির সিক্যুয়াল নির্মিত হচ্ছে, এমনটাই জানিয়েছেন সলমন।

সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা ‘আরআরআর’ সিনেমার প্রচারের জন্য এক অনুষ্ঠানে এমন তথ্যই দেন ভাইজান। এতে ছিলেন ছবির পরিচালক, প্রযোজক ও অভিনেতারাও। জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট এবং করণ জোহরদের উপস্থিতিতে নতুন করে ‘বজরঙ্গি ভাইজান’কে পর্দায় আনার ঘোষণা করে তিনি। ‘আরআরআর’ ছবির পরিচালক এস এস রাজামৌলীর বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ এর গল্প লিখবেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির গল্পকারও ছিলেন তিনি।

আরও পড়ুন -  ই-শ্রম স্কিম কি? জানুন কারা সুবিধা পাবেন

সলমন জানালেন, আবার বড় পর্দায় ‘ভাইজান’ হয়ে ফিরছেন তিনি। কারণ নির্মাণ করা হচ্ছে ‘বজরঙ্গি ভাইজান’র সিক্যুয়াল। কবির খান পরিচালিত এই ছবির কাজ শুরু হচ্ছে আবারও।

আরও পড়ুন -  VIDEO: নদীতে সাঁতার কাটছেন উইঙ্ক গার্ল প্রিয়া প্রকাশ ভারিয়ার, প্রকৃতির কোলে একলা, VIDEO দেখুন

আগের ছবিতে দেখা গিয়েছিল, ভারতে হারিয়ে যাওয়া ছোট্ট মুন্নিকে (হারশালি মালহোত্রা) তার বাড়ি পাকিস্তানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় পবন ওরফে বজরঙ্গি। সহজ-সরল এ মানুষটিই ভারত-পাকিস্তানের রাজনীতির শিকার হতে থাকে। এমনকি তাকে মুখোমুখি হতে হয় দু ‘দেশের বাহিনীদের বিপরীতেও।

আরও পড়ুন -  Sapna Chaudhary: সবুজ স্যুটে স্বপ্না চৌধুরীর সাহসী খোলা মঞ্চে নাচ, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে