Reception: নীট উর্ত্তীণ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ব্লক টপারদের সংবর্ধনা

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা:   বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা সরকারের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি কালিয়াচক তিন নম্বরের উদ্যোগে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হল। রবিবার বৈষ্ণবনগর প্রমোদ ভবনে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের।

আরও পড়ুন -  ২০২১এর খেলো ইন্ডিয়া যুব প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের জন্য যোগাসন অন্তর্ভুক্ত করা হয়েছে : শ্রী কিরেন রিজিজু

এদিন এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে নীট উর্ত্তীণ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ব্লক টপারদের সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা সরকার, কালিয়াচক তিন নম্বর ব্লকের BMOH দেবাঙ্গ বর্মন, কালিয়াচক তিন নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি হজরত সেখ,সমাজসেবী পরিতোষ সরকার সহ অন্যান্যরা।

আরও পড়ুন -  Bangla Awas Yojona: বাড়ি পেতে আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র