28 C
Kolkata
Monday, May 20, 2024

বিদুৎ গতিতে ছড়াচ্ছে ওমিক্রন, করোনার পঞ্চম ঢেউ

Must Read

ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ কেস্টেক্স বলেছেন, তার দেশে করোনা ভাইরাসের পঞ্চম ঢেউ চলছে এবং বেশ গতিতেই চলছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর আল জাজিরার।

তিনি ইউরোপের করোনার উচ্চ সংগ্রমণশীল ধরন ওমিক্রনের বিস্তারকে বজ্রপাতের আগের বিদ্যুৎ চমকানোর গতির সঙ্গে তুলনা করেন।

আরও পড়ুন -  China: আশাবাদী জিনপিং, দৈনিক সংক্রমণ লাখ ছাড়াচ্ছে

এ প্রেক্ষাপটে ফ্রান্সের কর্তৃপক্ষ তার দেশের লোকজনকে কোভিড-১৯ এর টিকা নেয়ার জন্য আবারও জোর দাবি জানিয়েছে। তিনি জানান, সরকার আরও একটি লকডাউনের দিকে যেতে চাচ্ছে না।

জ্যঁ কেস্টেক্স শঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত বিস্তারকারী ও উচ্চ সংক্রমণশীল ধরনটি (ওমিক্রন) জানুয়ারির শুরুর দিকে সংক্রমণের দিক থেকে অন্য ধরনগুলোকে ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুন -  অভিনেত্রী আলিয়া ভাট করোনায় আক্রান্ত

ইতোমধ্যে ইংরেজি নববর্ষের উদযাপনের ওপর কড়াকড়ি আরোপ করেছে ফ্রান্স। এ উদযাপন উপলক্ষে জনসমাগম ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে।

ফরাসী প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যতো কম (জড়ো হবে), ঝুঁকি ততো কম।’

ইতোমধ্যে ইউরোপের অন্য দেশগুলো থেকে ফ্রান্সে ভ্রমণ সীমিত করেছে। এ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যও রয়েছে।

আরও পড়ুন -  Mbappe: মেসির প্রশংসায় পঞ্চমুখ এমবাপ্পে

ওয়ার্ল্ডোমিটাস্র্-এর তথ্য অনুযায়ী, ফ্রান্সে শুক্রবার ৫৮ হাজার ১২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিন করোনা প্রাণ কেড়ে নিয়েছে ১৬২ জনের। পুরো মহামারি পর্বে ফ্রান্সে করোনায় প্রাণ গেছে ১ লাখ ২১ হাজার ৩৩৩ জনের।

Latest News

Video: বাংলা বাউল গান গেয়ে সবাইকে চমকে দিলেন শুভ ও অরুণিতা জাতীয় মঞ্চে, নেটদুনিয়া মুগ্ধ

Video: বাংলা বাউল গান গেয়ে সবাইকে চমকে দিলেন শুভ ও অরুণিতা জাতীয় মঞ্চে, নেটদুনিয়া মুগ্ধ।  সুপারস্টার সিঙ্গার সিজন-৩ জমে উঠেছে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img