34 C
Kolkata
Friday, May 17, 2024

Tree: সজীব থাকবে ঘরের ভেতরেই, শীতেও ঝরবে না গাছের পাতা

Must Read

ঘর সাজানোর সহজ উপায় গাছ। কম খরচে এবং বেশি ঝামেলা না করে যদি বাড়ির বারান্দা বা অন্দরমহল সাজিয়ে তুলতে চান তাহলে তা দিব্যি পারবেন এই গাছ দিয়ে। তবে নিয়মিত গাছের যত্ন নিতে অনেকেই পারেন না। তাই না চাইলেও অনেক সময়ই শখ করে কেনা গাছ আর বাঁচানো যায় না। কিন্তু এমন অনেক গাছ রয়েছে, যার খুব বেশি যত্ন বা আলো-জলের প্রয়োজন হয় না। নিজের মতো দিব্যি বেড়ে ওঠে ওই গাছগুলো।

আরও পড়ুন -  Bodies Recovered: বাড়ি থেকে শিশুসহ ৭ মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রে

স্নেক প্ল্যান্ট এই গাছ খুব অন্ধকার কোণেও দিব্যি বাড়ে। একদম আলো ঢোকে না এমন কোণেও বেড়ে উঠবে এই গাছ। খুব বেশি জল দিতে হয় না। নানা রকমের স্নেক প্ল্যান্ট পাওয়া যায়। শীতে এই ধরনের গাছের কোনও সমস্যাই হয় না

ফিলোডেন্ড্রন যে কোনও ঘরের কোণে এই ধরনের মানি প্ল্যান্ট রাখতে পারেন। বাথরুমে লতানো গাছ রাখলে ভালই মানায়। তাই বাথরুমেও ভাল লাগবে এই গাছ। ফ্রিজের উপরে, রান্নাঘরের জানলায়, বসার ঘরের বইয়ের তাকে সব জায়গারই শোভা বাড়ায় মানি প্ল্যান্ট। শীতের সময় খুব একটা অসুবিধা হয় না এদের। আপনি মাটিতে বা কাচের বোতলে জলেতে রাখতে পারেন। পুরনো কাচের বোতল রং তুলি দিয়ে নিজেই সাজিয়ে তুলুন। তারপরে সেটায় লতানো গাছ রাখলে ঘরের সাজটাই বদলে যাবে।

আরও পড়ুন -  সম্পর্ক ছিন্নের পথে চীন, যুক্তরাষ্ট্রের সঙ্গে

ব্যাম্বু প্ল্যান্ট ছোট ছোট চিনে বাঁশ গাছগুলো জলেতে বাড়ে। এবং খুব কম আলোয় বেঁচে থাকে। শীত-গ্রীষ্ম-বর্ষা— যে কোনও মৌসুমেই একই ভাবে বাড়ে এরা।

অ্যালো ভেরা অ্যালো ভেরা গাছও দারুণ পোক্ত গাছ। জল কম দিতে হয়। আর্দ্র পরিবেশ থেকেই পুষ্টি জুটিয়ে নেয়। তবে শীতের রুক্ষ আবহাওয়াতেও খুব তা়ড়াতাড়ি মানিয়ে নিতে পার এরা।

আরও পড়ুন -  তাপমাত্রার পারদ নিচের দিকে, জাঁকিয়ে শীত কবে পড়বে কলকাতায়?

ক্যাকটাস নানা ধরনের ক্যাকটাস রাখতে পারেন শীতে। একটু রোদ পেলে এই সময়ে অনেক ক্যাকটাসেই নানা রঙের ফুল ফোটে।

পিস লিলি এই গাছগুলো দেখতে দারুণ সুন্দর। খুব বেশি জল দিলে সহজেই মরে যায়। কিন্তু শীতে ঘরে রাখলে দারুণ সুন্দর সাদা ফুল হয়। সূত্র: আনন্দবাজার

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img