প্রথম বলে বোল্ড হওয়া ভালো

Published By: Khabar India Online | Published On:

প্রথম বলে বোল্ড হওয়া ভালো

অনিরুদ্ধ সুব্রত

পলকা কমিটমেন্টের থেকে
প্রথম বলে বোল্ড হলে ভালো,
কিছুদিন উইকেটে টিকে থাকার পর
আকস্মিক কৌশলী গুগলি
হতবাক করে বৈকি—
ক্রিকেটের দিনকাল অবশ্য টি-টুয়েন্টি
পাকা ব্যাটসম্যান ঝেড়ে ব্যাট চালায়
প্রথম বল থেকেই—
কিন্তু বিশ্বাস করো,
ক্রিজে পৌঁছনো সবাই তা নয়
সবাই ঝড়ের দাপটের মতো, স্কোর লোভী না
লাইন, লেন্থ ,উচ্চতা, মোচড় দেখে
ঠুকে ঠুকে ঠুকে দীর্ঘ ছন্দের বন্ধুত্বপূর্ণম্যাচে
একটা খেলাকে ভালবাসে
খেলার চেয়েও বড়ো বিষয়ে
প্রথম ইনিংসে একটা অন্তত হাফ-সেঞ্চুরি
না হোক, দ্বিতীয় ইনিংসের প্রত্যাশায়,
পথটা বাইশ গজ কিনা জানিনা
কমিটমেন্ট গুলো স্পিন করে দুরন্ত
হঠাৎ ইয়র্কার এলে সত্যিই ঠুকতে পারিনা
তারপর ব্যাট কাঁধে প্যাভিলিয়নে
ফিরে যেতে যেতে মনে হয়—
এই ছোট্ট জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সবুজ মাঠে
পলকা কমিটমেন্টের থেকে
প্রথম বলে বোল্ড হলেই ভালো
সময়টা অন্তত গ্যালারিতে বসে কাটে।

আরও পড়ুন -  Wicket: উইকেটের দেখা পেলেন খালেদ