Safe Drive Save Life: হেলমেট পড়ে বাইক চালাতে হবে, মদ্যপান করে গাড়ি চালানো নিষিদ্ধ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদাঃ   মালদা জেলা হাইওয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে বুধবার গাজোলের কদুবাড়ি সংলগ্ন হাইওয়ে ট্রাফিক অফিস থেকে ৪০ জন সিভিক ভলেন্টিয়ারদের মোটর বাইক নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ র‍্যালি বের করে।

গাজোলের বিভিন্ন এলাকা ঘুরে মোটর বাইক র‍্যালিটি কদুবাড়িতে এসে শেষ হয়।

আরও পড়ুন -  Democratic Way: কলেজ গুলীতে নির্বাচন হয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই করবো, তৃনাঙ্কুর ভট্টাচার্য

এরপর কদুবাড়ির এক বেসরকারি লজে গাজোল ব্লকের সমস্ত গাড়ির চালকদের ও সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে সচেতনতা সভা হয়।

ট্রাফিক পুলিশ এই বার্তা জনসাধারণের কাছে পৌঁছাতে চায় যে মানুষকে হেলমেট পড়ে বাইক চালাতে হবে।

আরও পড়ুন -  Viral Video: পাঞ্জাবি হিট গানে মিষ্টি কায়দায় নাচ করলেন সুন্দরী যুবতী, রিল ভিডিও দেখে মন জিতলেন নেটিজেনদের!

মদ্যপান করে গাড়ি চালানো নিষিদ্ধ।

যদি চান বাঁচাতে গাড়ি চালানো আসতে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল থানার আইসি রণবীর কুমার বাগ, মালদা জেলা ট্রাফিক পুলিশ ইনস্পেক্টর শান্তিনাম পাঁজা, গাজোল হাইওয়ে ট্রাফিক পুলিশ ওসি মনসুর আলি, গাজোল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন , গাজোল গ্ৰামিন হাসপাতালের সুপার অঞ্জন রায়। এছাড়া উপস্থিত ছিলেন আরও অনেকে।

আরও পড়ুন -  Horoscope: ২৬শে সেপ্টেম্বর, রাশিফল পড়ুন