Mahananda River: মহানন্দা নদী থেকে উদ্ধার শতাব্দী প্রাচীন দুটি পাথরের মূর্তি

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা, ১০ ডিসেম্বরঃ   মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটের মহানন্দা নদী থেকে উদ্ধার শতাব্দী প্রাচীন দুটি পাথরের মূর্তি।

নদীর তীরে খেলার সময় কয়েকজন শিশু উদ্ধার করে ওই মুহূর্তে গুলি।
স্থানীয়রা জানিয়েছেন, একটি দুর্গা মূর্তি এবং অপরটি ভৈরব মূর্তি। খবর পেয়ে
মূর্তি দুটি উদ্ধার করে ইংরেজবাজার থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন -  Election Campaign: নির্বাচনী প্রচারে 14 নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী উৎপল সিংহ

একসময় বাংলা-বিহার-উরিষ্যার রাজধানী ছিল মালদা জেলার গৌড়।

এর আগেও বহু জায়গায় মাটি খুড়তে গিয়ে পাথরের মূর্তি সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়।
শুক্রবার সকালে মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাট এলাকায় খেলার সময় কয়েকজন শিশু দুটি পাথরের মূর্তি দেখতে পায় তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ তারা মূর্তি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জেলা প্রত্নতত্ত্ব বিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন তারা।

আরও পড়ুন -  সেরা ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে Bajaj, দাম ও বৈশিষ্ট্য জানুন