কোতুয়ালি যুবতী খুন কাণ্ডে, এক যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা:   কোতুয়ালি যুবতী খুন কাণ্ডে এক যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত।

বৃহস্পতিবার দুপুরে যুবতী খুন কাণ্ডে অভিযুক্ত বাপন ঘোষ কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল সেশন জজ পঞ্চম কোর্ট। এই বিষয়ে সরকারি আইনজীবী তীর্থ বোস জানান,২০১৯ সালের ৫ ই ডিসেম্বর কোতুয়ালি এলাকায় একটি আম বাগান থেকে এক যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ওই যুবতী নাম ঝুমা দে। বাড়ি শিলিগুড়ি।

আরও পড়ুন -  অভিনেত্রী তানিয়া চ্যাটার্জী, ভেঙ্গে দিলেন ভদ্রতার সব সীমারেখা, সাবধান, ভুলেও স্ত্রী সামনে একদম না

একটি পপকন কোম্পানিতে কাজ করতেন ওই যুবতী। মালদার কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের বাপন ঘোষ ওরফে ছোটন একই কোম্পানিতে কাজ করত।

আরও পড়ুন -  Lionel Scaloni: আর্জেন্টাইন কোচ ৯০ মিনিটে ম্যাচ জিততে চান

সেই সূত্রে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু ঝুমা দে যখন জানতে পারে ছোটন বিবাহিত তার সন্তানও রয়েছে এরপর থেকেই তাদের সম্পর্কে ছেদ পড়ে। এরই জেরে ঝুমা দেকে শিলিগুড়ি থেকে মালদায় ডেকে নিয়ে এসে খুন করে ছোটন। সেই মামলায় মালদা জেলা আদালত অভিযুক্ত বাপন ঘোষ কে আজ ৩৭৬/৩০২ এবং ২০১ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে।