37 C
Kolkata
Thursday, May 16, 2024

কোতুয়ালি যুবতী খুন কাণ্ডে, এক যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত

Must Read

সুমিত ঘোষ, মালদা:   কোতুয়ালি যুবতী খুন কাণ্ডে এক যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত।

বৃহস্পতিবার দুপুরে যুবতী খুন কাণ্ডে অভিযুক্ত বাপন ঘোষ কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল সেশন জজ পঞ্চম কোর্ট। এই বিষয়ে সরকারি আইনজীবী তীর্থ বোস জানান,২০১৯ সালের ৫ ই ডিসেম্বর কোতুয়ালি এলাকায় একটি আম বাগান থেকে এক যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ওই যুবতী নাম ঝুমা দে। বাড়ি শিলিগুড়ি।

আরও পড়ুন -  Joint Entrance Training: দুঃস্থ মেধাবী পড়ুয়াদের জয়েন্ট এন্ট্রান্সের প্রশিক্ষণ, মালদা জেলা পুলিশ

একটি পপকন কোম্পানিতে কাজ করতেন ওই যুবতী। মালদার কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের বাপন ঘোষ ওরফে ছোটন একই কোম্পানিতে কাজ করত।

সেই সূত্রে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু ঝুমা দে যখন জানতে পারে ছোটন বিবাহিত তার সন্তানও রয়েছে এরপর থেকেই তাদের সম্পর্কে ছেদ পড়ে। এরই জেরে ঝুমা দেকে শিলিগুড়ি থেকে মালদায় ডেকে নিয়ে এসে খুন করে ছোটন। সেই মামলায় মালদা জেলা আদালত অভিযুক্ত বাপন ঘোষ কে আজ ৩৭৬/৩০২ এবং ২০১ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করে।

Latest News

হাঁটুর বয়সী যুবক কাকিমার গোপন চাহিদা মেটালেন, এই শর্টফিল্ম একা একা দেখবেন

হাঁটুর বয়সী যুবক কাকিমার গোপন চাহিদা মেটালেন, এই শর্টফিল্ম একা একা দেখবেন ( Kakima's secret needs are met by...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img