স্পেশাল মাস্ক তুলে দিল কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টার

Published By: Khabar India Online | Published On:

 সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   করোনা যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত স্বাস্থ্যকর্মীদের স্পেশাল মাস্ক তুলে দিল কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টার। এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এদিন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল অমিত দানের হাতে এই স্পেশাল মানুষ গুলি তুলে দেওয়া হয়। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভাইস প্রিন্সিপাল অমিত দান স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তার পাশাপাশি এই স্পেশাল মাস্কের প্রশংসাও করেছেন তিনি। তিনি জানান এই মাস্ক গুলি মেডিকেল কলেজে কর্মরত নার্স ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। অন্যদিকে এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থার সেক্রেটারি সুমিত্রা হালদার জানান, স্বাস্থ্যকর্মী চিকিৎসক এবং নার্সদের জন্য আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে স্পেশাল মাস্ক তুলে দেওয়া হল।

আরও পড়ুন -  বিচার বিভাগের সমস্ত স্তরে ক্রমবর্ধমান মামলা জমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ উপরাষ্ট্রপতির