34 C
Kolkata
Friday, May 17, 2024

মালদা ও মুর্শিদাবাদ থেকে এত আম আপনারা পাঠিয়েছেন আম ভাগ করতে হিমশিম খেতে হয়েছেঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must Read

সুমিত ঘোষ, মালদাঃ   আমাদের সরকার টা অনেক বড়। কৃষ্ণেন্দু নিহারের ঝগড়া করা শোভা পায় না।

মালদার মানুষ আমাকে আম আমের চাটনি আমসত্ত্ব সবটাই দিয়েছেন।

এবছর মালদা মুর্শিদাবাদ থেকে এত আম আপনারা পাঠিয়েছেন আম ভাগ করতে হিমশিম খেতে হয়েছে।

আরও পড়ুন -  মদ রেশন দোকানেই পাওয়া যাবে, চাল, ডালের সঙ্গে বিক্রি হবে!

মালদা বিমানবন্দর এর কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে। এর জন্য ১০০০ মিটার জমি দেখা হয়েছে।

বুধবার মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার পাশাপাশি এদিন প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৬১১ কোটি টাকা বরাদ্দের ৫৯টি প্রকল্পের শিলান্যাস এবং ৩৭ টি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়াও ১০০ দিনের কাজ, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট সহ বিভিন্ন দপ্তরের কাজের খতিয়ান নেন উপস্থিত আধিকারিকদের কাছ থেকে। তার পাশাপাশি এদিন এই প্রশাসনিক বৈঠক মালদার জগত বিখ্যাত আম বিদেশের বাজারে বাজারজাত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে বেশকিছু প্রস্তাব রাখেন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি উজ্জল সাহা। সেই প্রস্তাবে কার্যত সহমত প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img