Income Tax Department: দিল্লিতে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান

Published By: Khabar India Online | Published On:

আয়কর দপ্তর গত ২৪শে নভেম্বর দিল্লিতে এক করদাতার বিরুদ্ধে তল্লাশি অভিযান চালায়। সংশ্লিষ্ট ব্যক্তিটি সুবিধাভোগী ট্রাস্ট গঠন করেছিলেন এবং কর হার কম এমন দেশে কোম্পানি গড়ে তুলেছিলেন। অভিযানে ঐ ব্যক্তির একাধিক বাণিজ্যিক কার্যালয়েও তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন -  Gold Limit In Home: কতটা সোনা রাখা যাবে বাড়িতে? জেনে নিন আইকর দপ্তরের নিয়ম

দপ্তরের তল্লাশি থেকে জানা গেছে, কর হার কম, এমন দেশে একাধিক সংস্থার সঙ্গে ঐ ব্যক্তির ৪০ কোটি টাকারও বেশি স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। ভারতে বিদেশি ব্যাঙ্কগুলির একাধিক শাখা থেকেও ঐ করদাতা সম্পদ পরিচালনা, আর্থিক পরিকল্পনা, সম্পদ বন্টন, ইক্যুইটি রিসার্চ, বিনিয়োগে পরিকল্পনা এবং অন্যান্য বিশ্বস্ত পরিষেবা নিয়েছে।

আরও পড়ুন -  Web Series: নতুন সাহসী সিরিজ রিলিজ, একা দেখাই ভালো!

তল্লাশি অভিযানে ঐ ব্যক্তির বাসভবনে ই-মেল ও অন্যান্য বিভিন্ন নথিপত্র পাওয়া গেছে, যা তার বৈদেশিক সম্পত্তির মালিকানাকে প্রমাণ করে। আয়কর দপ্তরের আধিকারিকদের কাছে জবানবন্দিতে সংশ্লিষ্ট ঐ করদাতা বৈদেশিক সম্পত্তির মালিকানার বিষয়টি স্বীকার করে নিয়েছেন। প্রাথমিক বিশ্লেষণে আরও জানা গেছে, দেশে বিভিন্ন বাণিজ্যিক কাজকর্ম থেকে ৩০ কোটি টাকারও বেশি আয় লুকোনো হয়েছে।

আরও পড়ুন -  পার্থর সম্পত্তির হদিশ ভিনরাজ্যেও মিলল, হোটেল থেকে উদ্ধার পার্থর বিপুল অংকের টাকা

সমগ্র ঘটনার তদন্ত চলছে। সূত্রঃ পিআইবি।