Killed In Trailer: ট্রেলারের ধাক্কায় মৃত্যু মোটর সাইকেল আরোহীর

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, সালানপুরঃ    আবারো রাতের অন্ধকারে পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের।

গতকাল প্রায় রাত্রি সাড়ে দশটা নাগাদ আল্লাডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালি পাথর গ্রামের বাসিন্দা প্রানেশ দাস(৪৫)।

সূত্র অনুসারে জানা যায় রূপনারায়ণপুর থেকে বাড়ি ফেরার সময় আল্লাডি মোড়ের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা(এন.এল ০১জি ১০৮২)ট্রেলারের পেছনে গিয়ে ধাক্কা মারেন প্রাণেশ দাস।এবং ঘটনাস্থলের তার মৃত্যু হয়।

আরও পড়ুন -  School Dormitory: অগ্নিকাণ্ডে নিহত ২০, স্কুল ছাত্রাবাসে, গায়ানায়

স্থানীয় বাসিন্দা বক্তব্য ট্রেলার গাড়িটি আল্লাডি মোড় সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল।এবং সেই সময় রূপনারায়ণপুর দিক থেকে এসে প্রাণেশ দাস সেই ট্রেলার গাড়ির পেছনে ধাক্কা মারেন।

আরও পড়ুন -  Ukraine: ইউক্রেনে যুদ্ধ, মৃত্যুর কাজ থেকে ফিরলো প্রত্যন্ত গ্রামের ছাত্র আশিস!

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে প্রাণেশ বাবুর মৃত্যু হয়।এবং পুলিশ তাকে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেন।জানা গিয়েছে প্রাণেশ দাসের স্ত্রী আসামে চাকরি করেন পেশায় নার্স এবং তার পাঁচ বছরের এক কন্যাসন্তান রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন -  Gourab-Solanki: গৌরব ও শোলাঙ্কি, ‘গাঁটছড়া’ বাঁধতে চলেছেন