Distribution: সাধারণ দুঃস্থ ছোটো বাচ্ছাদের শীতকালীন বস্থ বিতরণ ও কোভিড যোদ্ধাদের সংবর্ধনা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   রানীগঞ্জ সিয়ারসোল রাজ বাড়ীর নিকট তেতুল তোলা মাঠে সমাজসেবীর অমিত মোরের নিজস্ব উদ্যোগে সাধারণ দুঃস্থ ছোটো বাচ্ছাদের শীতকালীন বস্থ বিতরণ করলেন।

রানিগঞ্জের বিধায়ক তথা ADDA চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে প্রায় ৫০০ জন বাচ্চাদের হাইনেক গেঞ্জি , চটি , খাতা পেনসিল, স্কেল ও রাবার বিতরণ করেন।

আরও পড়ুন -  কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে সম্ভাষণ

একই সাথে ৩০ জন দুঃস্থ ছাত্র ও ছাত্রীদের বই তুলে দিলেন।

কোভিড যোদ্ধা প্রায় ৩০ জন স্বাস্থ কর্মীদের সংবর্ধনা দেয়ার কর্মসূচি করা হয়।

আরও পড়ুন -  বড় ধাক্কা রেলযাত্রীদের জন্য, আর মিলবে না ট্রেনের এই বিশেষ সুবিধা