21 C
Kolkata
Tuesday, May 7, 2024

Andrila Won Cancer: প্রেমিকার মন্ত্রে ক্যান্সার জয়ী ঐন্দ্রিলা

Must Read

 ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। এখনো চলতে হচ্ছে চিকিৎসকের পরামর্শ মেনে। হাজার কাজের ফাঁকে মনের মানুষের যত্ন নিতে ভোলেননি এই অভিনেতা। এ এক সুন্দর ভালবাসার গল্প, প্রেমে থাকা দুই মানুষের ভালোবাসার আখ্যান। এই প্রেমে নেই ভেজাল শুধু আছে একে অপরের প্রতি নির্ভরতা, পাশে থাকার উৎসাহ। সব্যসাচী চৌধুরী ও ঐন্দ্রিলা শর্মার কথা বলছি। এরা আর রিল নয় বাস্তবে সাধারণ মানুষের চোখে সেরা জুটির তকমা এঁরা পেয়েছেন।

 এই জুটি কখনো লোক দেখিয়ে একে ওপরকে ভালোবাসেনা। নিজেদের জন্য একে অপরকে ভালোবাসেন। যেখানে একে-অপরের হাত ছেড়ে বিয়ে ভাঙছেন সেখানে এঁরা একে-অপরকে আরও জাপটে ধরছে নিজেদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। ক্যানসার আক্রান্ত ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রী ঐন্দ্রলা শর্মার কর্কট রোগের সাথে লড়াই প্রতি মাসে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন অভিনেতা-প্রেমিক সব্যসাচী চৌধুরী। আর তাঁর সেই দীর্ঘ লেখায় ভালোবাসার দিশা দেখতে পায় অনুরাগীরা। তবে এবার তিনি জানালেন, প্রেমিকাকে নিয়ে এটাই তাঁর শেষ লেখা। কারণ, ঐন্দ্রিলার চিকিৎসা এখন সম্পূর্ণ।

আরও পড়ুন -  Shirin Abu Akla: ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে শিরীনকে, ফিলিস্তিনি তদন্ত বলছে

ফেব্রুয়ারিতে দ্বিতীয় বার ধরা পড়ে মারণ ক্যানসার তাঁর শরীরে। তারপর হয় জটিল অস্ত্রোপচার সাথে কেমোথেরাপি। আপাতত চিকিৎসার সময়সীমা এখন শেষ। ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন ঐন্দ্রিলাও। সামনেই বছর আসছে ভ্যালেন্টাইস ডে অর্থাৎ প্রেমের দিন। আর ওই দিনেই সব্যসাচী জানতে পেরেছিলেন তাঁর প্রাণের থেকে প্রিয় মানুষটার শরীরে ফের নতুন করে ক্যান্সার বাসা বেঁধেছে। এদিন নিজের ফেসবুক পোস্টে পর্দার বামা লিখেছেন, ‘১৪ই ফেব্রুয়ারী নাকি ভালোবাসার দিবস, আমি বড়ই কাঠখোট্টা মানুষ, এসব বিশেষ দিনে কিছুই করি না কখনও। কিন্তু এই বছর (২০২১), এই প্রথমবার তিনি বায়না করেছিলেন যে দিনটি মাসের দ্বিতীয় রবিবার, তাই দুজনেরই ছুটি, অতএব রাতে রেস্টুরেন্টে খেতে যেতে হবে। ভালো কথা, টেবিল বুক করা হলো, বললো দুপুরে একটু ঘুমাচ্ছি, উঠে তৈরী হবো। ঘুমালো কিন্তু আর উঠতে পারলো না। পিঠের যন্ত্রনায় পরিত্রাহি চিৎকার করছে, এদিকে আমি বুঝতেই পারছি না যে কি হয়েছে… পরের দিন জানা গেলো ছয় বছর আগের সেই কালসদৃশ অসুখ আবার ফিরে এসেছে এবং ফুসফুসে এক লিটার রক্ত জমেছিলো, আমরা কেউ তা বুঝিনি। এরপর থেকে, আমাদের জীবনে আর কোনও নির্দিষ্ট ভালোবাসার দিন নেই। জীবনেও তা পালন করবো না।’

আরও পড়ুন -  Raj-Subhashree: ছোট্ট ইউভান, কচি পায়ে বালির উপরে হাঁটছে সবে ১ বছর !

ক্যানসার হয়েছে শুনলে প্রায় প্রত্যেক রোগী মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। আর সেখানে তো এই নিয়ে দু’বার ক্যানসার থাবা বসিয়েছে অভিনেত্রীর শরীরে। প্রথমবার সবে উচ্চমাধ্যমিক দিয়েছিলেন সেই সময় আর এবার তাঁর অভিনয়ের কেরিয়ারের মাঝপথে, যখন সব ভুলে নতুন করে স্বপ্ন দেখার শুরু হয়েছিল। তবে আর কোনও ভয় নেই। কারণ অন্ধকার কেটে ফের এসেছে নতুন ভোর। সব্যসাচী জানালেন, ‘কিছুদিন আগে, অস্ত্রোপচারের ঠিক ছয় মাস পর পুনরায় পরীক্ষা করা হয় ওকে। ডাক্তার জানিয়েছেন যে কোনও বদ কোষ অবশিষ্ট নেই ওর শরীরে। এই মুহূর্তে, ঐন্দ্রিলা সুস্থ এবং বিপদমুক্ত।’

আরও পড়ুন -  Weather: গরমের পর বিকেলেই মিলতে পারে স্বস্তি, এইসব জেলায় শিলাবৃষ্টির সতর্কতা

সব্যসাচীর এই পোস্ট শেয়ার করার সাথে সাথে হাজার হাজার মানুষের শুভকামনা কমেন্ট এর মাধ্যমে ভেসে এসেছে। লাইক করেছেন হাজার হাজার নেট-নাগরিক। এদের অনেকেই ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করেছিলেন ঠাকুরের কাছে, পুজো দিয়েছিলেন মন্দিরে, এমনকি শুভেচ্ছা বার্তা-উপহার পাঠিয়েছিলেন উৎসাহ দিতে। ঐন্দ্রিলাও সকলের সমস্ত ভালোবাসা গুছিয়ে রেখেছে। সঙ্গে এদিকে দর্শকরাও নিজেদের সমস্ত উৎসাহ নিয়ে অপেক্ষা করে আছেন পর্দায় হাসি-খুশি মিষ্টি মুখের মেয়েটাকে দেখার জন্য। এখানেও সুখবরও দিয়েছেন সব্যসাচী। তিনি লিখেছেন, ‘ঐন্দ্রিলা আমায় জানিয়েছে যে ধীরে-সুস্থে ওজন কমিয়ে, একেবারে সুস্থ হয়ে পরের বছর পুনরায় ক্যামেরার সামনে দাঁড়াবেই, ফিরবে স্বাভাবিক জীবনের ছন্দে।’

Latest News

গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল!

গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল! এই তাপপ্রবাহ থেকে একটু শান্তি পেতে এবার রেল দিলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img