ভোলা কি যায় ?

Published By: Khabar India Online | Published On:

ভোলা কি যায় ?   ( নন্দা মুখার্জী )

রোজ বিকেলে যে পথটা ধরে তোর সাথে হাঁটতাম
আজও সেই পথটা রয়েছে একইভাবে
পাল্টেছে শুধু আশেপাশের দোকান আর বাড়িঘরগুলি।

আরও পড়ুন -  VIDEO: হলুদ রঙের শাড়িতে কার্ভি ফিগার দেখিয়ে অপূর্ব নাচ করেছেন এই যুবতী, ইন্টারনেটে হয়ে গেল ভিডিও ভাইরাল

তুই আমি একসাথে হয়ত হাঁটি না আজ আর
বেঁচে আছি কিন্তু একই আকাশের তলায়
পথটা একই থাকলেও হাঁটার সময়টা পাল্টেছে ।

বয়স বাড়ছে দুজনেরই চুলে ধরেছে পাক
বয়সের ভারে ভুলছি দুজনে অনেক কিছু
সত্যিই কি একই সাথে হাঁটার সময়টা ভুলেছি কেউ?

আরও পড়ুন -  Elon Musk: এলন মাস্ক সতর্ক করলেন, টুইটার দেউলিয়া হতে পারে

যে যার জীবনে হয়েছি হয়ত সুখী
সত্যি করে বলতো আমার মত তোর ও কি
নির্জনে আমার কথা মনে পড়ে না?