Birth Anniversary: প্রয়াত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বিষ্ণু সেবক মিশ্রর ১০৪ তম জন্ম দিবস পালন

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা,২৯ নভেম্বরঃ   প্রয়াত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বিষ্ণু সেবক মিশ্রর ১০৪ তম জন্ম দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা এবং মালদা শিল্পী সংসদ।

সোমবার সকালে মালদা শহরের তালতলা এলাকায় প্রয়াত সংগীত শিল্পী বিষ্ণু সেবক মিশ্রর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরো প্রশাসক সুমালা আগারওয়ালা। এর পাশাপাশি প্রয়াত সংগীত শিল্পীর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মালদা শিল্পী সংসদের সদস্যরা।

আরও পড়ুন -  Coffee Scrub: কফির স্ক্রাব ছেলেদের, ত্বকের যত্নে

এর পাশাপাশি শিল্পীকে শ্রদ্ধা জানাতে এদিন সন্ধ্যায় মালদা টাউন হলে উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করে মালদা শিল্পী সংসদ বলে জানান সংগঠনের সম্পাদক মলয় সাহা।

আরও পড়ুন -  By Poll: ভোট না পেলে মনে রাখবেন, আমাকে আপনারা পাবেন না, খিদিরপুরের সভাতে বার্তা মমতার