Wedding: মৌনী বিয়ের পিঁড়িতে বসছেন

Published By: Khabar India Online | Published On:

ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের পর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের আরও এক তারকা- মৌনী রায়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্র তার প্রেমিক সুরজ নাম্বিয়ার।

বিয়ের আগের দিন থেকেই শুরু হয়ে যাবে বাকি আচার-অনুষ্ঠান। ভারতে নয়, মৌনী বিয়ে করবেন দুবাই বা ইতালিতে। তবে বৌভাতের অনুষ্ঠান হবে কোচবিহারে। সেখানেই থাকে অভিনেত্রীর পরিবার।

আরও পড়ুন -  চুল পড়া কমে যাবে পেঁয়াজের তেলে, কি ভাবে ঘরে তৈরি করবেন পড়ুন ও জেনে নিন

মৌনীর প্রেমিক সুরজ পেশায় একজন ব্যবসায়ী। থাকেন দুবাইয়ে। করোনার জেরে সারা বিশ্ব যখন প্রায় অচল, তখনই নায়িকার প্রেমের সূচনা।

লকডাউনে দিদি-জামাইবাবু এবং তাদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালে সুরজের প্রেমে পড়েন মৌনি। নিজের প্রেম নিয়ে আগাগোড়াই চুপ থেকেছেন মৌনী।

আরও পড়ুন -  এ বছরই বিয়ের পিঁড়িতে বিজয় ও রশ্মিকা!

তবে ইনস্টাগ্রামে বহু দিন আগেই সুরজের পরিবারের সঙ্গে ছবি দিয়ে মৌনী তাদের প্রেমকে স্বীকৃতি দিয়েছেন। এবার প্রেমিকের সঙ্গে সাতপাক ঘুরে পাকাপাকিভাবে সম্পর্কে সিলমোহর বসাবেন ‘কিউ কি’-র ‘কৃষ্ণতুলসী’। সূত্র: আনন্দবাজার অনলাইন।

আরও পড়ুন -  চুটিয়ে হানিমুন, ভেজা শরীরে কাঞ্চনের কাছে এলেন শ্রীময়ী