Wedding: মৌনী বিয়ের পিঁড়িতে বসছেন

Published By: Khabar India Online | Published On:

ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের পর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের আরও এক তারকা- মৌনী রায়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্র তার প্রেমিক সুরজ নাম্বিয়ার।

বিয়ের আগের দিন থেকেই শুরু হয়ে যাবে বাকি আচার-অনুষ্ঠান। ভারতে নয়, মৌনী বিয়ে করবেন দুবাই বা ইতালিতে। তবে বৌভাতের অনুষ্ঠান হবে কোচবিহারে। সেখানেই থাকে অভিনেত্রীর পরিবার।

আরও পড়ুন -  এ বছরই বিয়ের পিঁড়িতে বিজয় ও রশ্মিকা!

মৌনীর প্রেমিক সুরজ পেশায় একজন ব্যবসায়ী। থাকেন দুবাইয়ে। করোনার জেরে সারা বিশ্ব যখন প্রায় অচল, তখনই নায়িকার প্রেমের সূচনা।

লকডাউনে দিদি-জামাইবাবু এবং তাদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালে সুরজের প্রেমে পড়েন মৌনি। নিজের প্রেম নিয়ে আগাগোড়াই চুপ থেকেছেন মৌনী।

আরও পড়ুন -  নবাগতা মডেল শর্মিলা বিশ্বাস-এর কিছু ফটো স্যুটের টুকরো ছবি

তবে ইনস্টাগ্রামে বহু দিন আগেই সুরজের পরিবারের সঙ্গে ছবি দিয়ে মৌনী তাদের প্রেমকে স্বীকৃতি দিয়েছেন। এবার প্রেমিকের সঙ্গে সাতপাক ঘুরে পাকাপাকিভাবে সম্পর্কে সিলমোহর বসাবেন ‘কিউ কি’-র ‘কৃষ্ণতুলসী’। সূত্র: আনন্দবাজার অনলাইন।

আরও পড়ুন -  Bodyguard Angry: সলমন খানের সাথে শাহনাজ গিলের অশ্লীলতা দেখে রেগে আগুন বডিগার্ড