Tripura Polls: ত্রিপুরা পুরভোটে বিজেপির জয়লাভে, আসানসোল বাজারে বিজেপির উল্লাস

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   ত্রিপুরা পুরভোটে বিজেপি জয়লাভে, আসানসোল বাজারে বিজেপির উল্লাস।

ত্রিপুরা পুরভোটে বিজেপির জয়লাভের পর আসানসোল বাজারে বিজেপির উল্লাস দেখা গেল।রবিবার জিটি রোডের বাজারে বিজেপির কার্যালয়ের সামনে এই উল্লাস করা হয়েছে।

আরও পড়ুন -  Adhir Ranjan Chowdhury: নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে অধীর রঞ্জন চৌধুরী

এদিন বিজেপির নেতা ও কর্মীরা একে অপরকে আবির মাখিয়ে উল্লাসে মেতে ওঠেন।এর পাশাপাশি সকলকেই লাড্ডু বিতরণ করা হয়েছে।এদিনের উল্লাস অনুষ্ঠানে বিজেপি নেতা ভিগু ঠাকুর, শঙ্কর চৌধুরি, সুদীপ চৌধুরি, বিজেপি নেত্রী আশা শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন।ত্রিপুরা পুরভোটে জয়লাভে আনন্দে মেতে ওঠেন বিজেপি নেতা ও কর্মীরা।এই প্রসঙ্গে বিজেপি নেতা সুদীপ চৌধুরি কি বলেছেন তা শুনুন।

আরও পড়ুন -  Bank Holiday in August 2025: আগস্টে একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক, আগে থেকেই জেনে নিন তারিখগুলি