Brave: সাহসী সামান্থা

Published By: Khabar India Online | Published On:

কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদ ঘটেছে দক্ষিণী তারকা সামান্থা প্রভুর। বিচ্ছেদের পর কিছুদিন বিশ্রাম নিয়ে নিজেকে গুছিয়ে আবারও কাজে ফিরেছেন। ফেরার পর প্রথম কাজেই সাহসের পরিচয় দিলেন তিনি। অভিনয় করছেন সাহসী একটি চরিত্রে।

সামান্থাকে এবার দেখা যাবে উভকামী চরিত্রে। ‘অ্যাগ্রিমেন্টস অব লাভ’ নামের এই সিনেমা পরিচালনা করবেন জন ফিলিপ। এতে ২৭ বছর বয়সী একজন তামিল উভকামী চরিত্রে অভিনয় করছেন সামান্থা। সিনেমায় দেখা যাবে, তিনি একটি গোয়েন্দা এজেন্সি পরিচালনা করেন। সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন -  আমফান এর পর পরিবেশ রক্ষায় এক লক্ষ গাছ বসাবে ভারত সেবাশ্রম

এটি প্রযোজনা করছে গুরু ফিল্মস। সামান্থার ‘ও বেবি’ সিনেমাটিও এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত। খুব শিগগিরই এ বিষয়ে নির্মাতারা আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
বর্তমানে সামান্থার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। মিথোলোজি ঘরানার ‘শকুন্তলাম’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে। রাজা দুশমন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করছেন গুনাশেখর।

আরও পড়ুন -  Abir - Ritabhari: সাহসী কাজ ঋতাভরীর, আবিরের সাথে এই প্রথম

এ ছাড়া ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাজও শেষ করেছেন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন বিগনেশ শিবান। পাশাপাশি বলিউডের একটি সিনেমায় সামান্থার অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছে।

আরও পড়ুন -  Sohini Sarkar: সাহসী সোহিনী, উন্মুক্ত ক্লিভেজ, ধবধবে সাদা পোশাকে