Housing Distributed: 155 জন ধস কবলিতদের আবাসন বিতরণ করা হল, কন্যাপুরে ADDA অফিসে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, আসানসোলঃ   কন্যাপুরে ADDA অফিসে শ্রীপুরের 155 জন ধস কবলিতদের আবাসন বিতরণ করা হল।

আসানসোলের কন্যাপুরে ADDA অফিসে শ্রীপুরের 155 জন ধস কবলিতদের আবাসন বিতরণ করা হল।

শনিবার আনুষ্ঠানিকভাবে ধস কবলিতদের আবাসনের চাবি তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  টলিউডে আবার নক্ষত্র পতন, বাংলার গুণীজনেরা একে একে চলে যাচ্ছেন, না ফেরার দেশে !

এদিনের অনুষ্ঠানে আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক, ADDA এর চেয়ারম্যান তাপস ব্যানার্জি, পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।জানা গিয়েছে বহু বছর আগে শ্রীপুরের ছাতিমডাঙা মৌজায় ধসের ঘটনা ঘটেছিলো।160 জনের বাড়ি খতিগ্রস্থ হয়েছিলো।

আরও পড়ুন -  Final Results: ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষা, ২০২০-র চূড়ান্ত ফল প্রকাশ

এরপর ADDA এর উদ্যোগে তাদের বাড়ি তৈরি করা হয়েছে।এর আগে রানিগঞ্জের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 5 জন ধস কবলিতদের হাতে আবাসনের চাবি তুলে দিয়েছিলেন।

এদিন বাকি 155 জন ধস কবলিতদের আবাসনের চাবি তুলে দেওয়া হয়েছে।এই প্রসঙ্গে আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক কি বলেছেন তা শুনুন।