Inhuman: ‘অমানুষ’, মুক্তি ডিসেম্বরে

Published By: Khabar India Online | Published On:

 বাংলাদেশ চলচিচত্র সেন্সর বোর্ড কতৃক সেন্সর ছাড়পত্র পেলো সিনেমা ‘অমানুষ’। সিনেমাটি সেন্সরে জমা দিলে সেখানে বেশ কিছু সংশোধনী দেখায় কতৃপক্ষ, এরপর গতকাল ছাড়পত্র দেয়। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় নাম লেখান জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলা। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব।

আরও পড়ুন -  জঙ্গলমহলের গর্ব, জ্যোৎস্না মান্ডি, আদিবাসী নেতা রবীনাথ মান্ডি বলেছেন

ছবিটির নির্মাতা অনন্য মামুন জানান, আগামী মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, ‘‘অমানুষ’ সিনেমায় কিছু সংশোধনী ছিল, সেটা করে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। অবশেষে সিনেমাটি ছাড়পত্র পেয়েছে জেনে ভালো লাগছে।’

আরও পড়ুন -  French President Macron: ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, আবার চড় খেলেন, ভিডিও ভাইরাল

তিনি আরও বলেন, ‘এটি আমার পরিচালিত ১৬তম সিনেমা। আগামী ডিসেম্বরেই সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। মুক্তির ডেট ফাঁকা পেলে অবশ্যই আগামী মাসে মুক্তি পাবে সিনেমাটি।’

আরও পড়ুন -  Neha Bhasin Birthday: জন্মদিনের পার্টি তারকার হাট নেহা ভাসিনের, সামনে এসেছে এমন ছবি

মিথিলা-নিরব ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।