Suzuki: ‘স্মার্ট স্কুটার’ আনছে সুজুকি

Published By: Khabar India Online | Published On:

১২৫ সিসির নতুন দুইটি মডেলের ‘স্মার্ট স্কুটার’ আনছে সুজুকি। এগুলো হল- সুজুকি অ্যাক্সেস ১২৫ এবং বার্গম্যান স্ট্রিট ১২৫।

কোম্পানির প্রকাশ করা টিজারে নতুন স্কুটারের ডিজাইন সম্পর্কে একাধিক নতুন তথ্য সামনে এসেছে।

আরও পড়ুন -  নির্ধারিত সময়সীমার মধ্যে Pan-Aadhaar লিঙ্ক না করলে বন্ধ হতে পারে গুরুত্বপূর্ণ আর্থিক পরিষেবা! জেনে নিন বিস্তারিত প্রক্রিয়া

স্কুটারের সামনে থাকছে এলইডি হেডলাইট ও ইন্টিগ্রেটেড ডিআরএল। থাকবে সম্পূর্ণ ডিজিটাল ড্যাশবোর্ড ও ব্লুটুথ কানেক্টিভিটি। অ্যাক্সেস ও বার্গম্যান এও একই ফিচার রয়েছে।

সামনের মতোই স্কুটারের পিছনেও স্পোর্টি লুক দেখা যাবে। এছাড়া থাকছে এলইডি টেল লাইট।

আরও পড়ুন -  Horoscope: আজ ২২ শে আগস্ট, রাশিফল পড়ুন

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত হয়ে এই স্কুটার ডিজাইন করা হয়েছে। তবে এখনও এই স্কুটারের সম্পূর্ণ ছবি দেখা যায়নি।

সুজুকির নতুন দুই মডেলের মধ্যে অ্যাক্সেস ১২৫ এ থাকছে ১২৪ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিনে ৬৭০০ আরপিএমে সর্বোচ্চ ৮.৭ বিএইচপি শক্তি ও ৫৫০০ আরপিএমে সর্বোচ্চ ১০ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

আরও পড়ুন -  Reserve Bank of India: ৫০০ টাকার নোট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা